প্রতীকী ছবি।
বীরপাড়া সরকারি হাসপাতালের পর এ বার খুশির খবর আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও। ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্ম দিলেন করোনায় আক্রান্ত এক মা। খুবই জটিল অবস্থায় তপসিখাতা কোভিড হাসপাতাল থেকে ওই মহিলাকে জেলা হাসপাতালে আনা হয়। গর্ভস্থ শিশুটি আড়াআড়ি অবস্থায় ছিল, যা মায়ের পক্ষে বিপজ্জনক। তাই আলাদা আইসোলেশন ওয়ার্ডে অস্ত্রোপচার করে শিশুটিকে বের করে আনেন চিকিৎসকেরা। মা এবং শিশু দুজনেই সুস্থ বলে স্বাস্থ্যকর্তারা জানান।
বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ওই সন্তানের জন্ম দেন। জানা গিয়েছে, জয়গাঁর বাসিন্দা ওই মহিলার করোনা পজ়িটিভ ধরা পড়ায় তাঁকে বুধবার তপসিখাতায় কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শিশুটিকে তার মায়ের কাছেই রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর শিশুটিরও লালারসের নমুনা পরীক্ষা করা হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার চিন্ময় বর্মণ জানিয়েছেন, মহিলাকে কোভিড হাসপাতালে ভর্তি করানোর পর দেখা যায়, গর্ভস্থ শিশুটি স্বাভাবিক অবস্থায় নেই। সন্তানটি আড়াআড়ি ভাবে রয়েছে। এ ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়া কোনও রাস্তা খোলা ছিল না। আবার কোভিড হাসপাতালে সেই অস্ত্রোপচারের ব্যবস্থাও নেই। তাই তাঁকে জেলা হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপার জানান, করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই হাসপাতালের আলাদা আইসোলেশন ওয়ার্ডে অপারেশন থিয়েটার করা হয়। সেখানে পজ়িটিভ মায়েদের জন্য আলাদা আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। সেখানেই জেলা হাসপাতালের চিকিৎসকদের পুরো টিম জটিল এই অস্ত্রোপচারে শামিল হন। পুত্র সন্তানের জন্ম দেন ওই মহিলা।
কিছুদিন আগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে করোনা আক্রান্ত মা একটি সন্তানের জন্ম দেন। ঠিক তার দিনকয়েক পর তপসিখাতা কোভিড হাসপাতালেও করোনা আক্রান্ত এক মহিলা সন্তানের জন্ম দিয়েছিলেন। দুই সপ্তাহ আগে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে করোনা আক্রান্ত মা পুত্রসন্তানের জন্ম দেন। ওই শিশুটিকে হাসপাতালের অন্যান্য মায়েরা মাতৃস্নেহে বুকের দুধের জোগান েদন।
এর পর ফের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে করোনা আক্রান্ত মা ৩.৩ কেজি সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দিলেন।
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।
• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)