Coronavirus in West Bengal

মৃত আরও ৩, শহরে নতুন আক্রান্ত ২৬

একজন দার্জিলিঙের সুখিয়াপোখরির বাসিন্দা, একজন বাগডোগরার ভুজিয়াপানির বাসিন্দা। আর এক জন আলিপুরদুয়ারের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০৬:১৫
Share:

তবু অনিয়ম: করোনা সংক্রমণ যখন বেড়েই চলেছে, সেই সময়ে ঘেরা বাঁশ তুলে এই ভাবেই চলেছে যাতায়াত। শিলিগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ রোডে বুধবার। ছবি: স্বরূপ সরকার

করোনার সংক্রমণ নিয়ে তিন জনের মৃত্যু হল শিলিগুড়িতে। বুধবার সন্ধ্যা পর্যন্ত মাটিগাড়ার কোভিড হাসপাতালে এবং কাওয়াখালির কোভিড হাসপাতালে নতুন করে ওই তিন জনের মৃত্যুর রিপোর্ট পাওয়া গিয়েছে। তার মধ্যে একজন দার্জিলিঙের সুখিয়াপোখরির বাসিন্দা, একজন বাগডোগরার ভুজিয়াপানির বাসিন্দা। আর এক জন আলিপুরদুয়ারের বাসিন্দা।

Advertisement

এ দিন শিলিগুড়ি শহরের ঋষি অরবিন্দ রোডের একাংশে বাঁশের ব্যারিকেড দিয়ে কন্টেনমেন্ট জ়োন করা হলেও সেখানে লোক জনের ভিড় নিয়ে প্রশ্ন উঠেছে। তা ছাড়া ব্যারিকেডের ভিতরে রাস্তার দুই দিকে দোকানগুলো খোলা থাকায় ব্যারিকেড নিয়ে এ ভাবে কন্টেনমেন্ট জ়োন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য দফতরের একটি সূত্রে জানা গিয়েছে, বাগডোগরার ভুজিয়াপানির বাসিন্দা ৬৫ বছরের ওই ব্যক্তি মঙ্গলবার গভীর রাতে মাটিগাড়ার কোভিড হাসপাতালে মারা যান। তাঁকে গত ১২ অগস্ট করোনার সংক্রমণ নিয়ে ভর্তি করানো হয়েছিল। সূত্রের খবর, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের রোগী ছিলেন। মঙ্গলবার ওই কোভিড হাসপাতালেই মারা গিয়েছেন দার্জিলিঙের সুখিয়াপোখরির বাসিন্দা ৩৮ বছরের এক ব্যক্তি। তিনি অ্যাকিউট নিউমোনিয়ায় ভুগছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। কাওয়াখালির কোভিড হাসপাতালে মঙ্গলবার সকালে মারা গিয়েছে আলিপুরদুয়ারের নিউ টাউনের বাসিন্দা ৬২ বছরের এক ব্যক্তি। ২২ অগস্ট তাঁকে শিলিগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Advertisement

এ দিন শিলিগুড়িতে নতুন করে ২৬ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে। তার মধ্যে ৮ জন জলপাইগুড়ি জেলার অধীনে থাকা শিলিগুড়ি পুরসভার সংযোজিত এলাকার বাসিন্দা। পুর এলাকা বাদে শিলিগুড়ি মহকুমা এবং দার্জিলিং জেলার পাহাড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। তার মধ্যে ২২ জন নকশালবাড়ির এবং ১২ জন মাটিগাড়ার বাসিন্দা রয়েছেন। ৭ জন খড়িবাড়ির এবং ৩ জন ফাঁসিদেওয়ার বাসিন্দা। নতুন করে কার্শিয়াং পুর এলাকায় আক্রান্ত ৪ জন। দার্জিলিং পুর এলাকা, তাকদা এবং সুখিয়াপোখরিতে ১ জন করে আক্রান্ত হয়েছেন। সুকনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ জন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগে বিশেষ আইসোলেশনে করোনা সন্দেহে ১৬ জন ভর্তি রয়েছেন। এছাড়া আইসোলেশন ওয়ার্ডে ১ জন এবং রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন ১ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement