Coronavirus in North Bengal

আর এক রোগীর মৃত্যু সারি-তে

উত্তরবঙ্গ মেডিক্যালের এক চিকিৎসককে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ০৫:২১
Share:

প্রতীকী ছবি।

শিলিগুড়ির কাওয়াখালিতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (সারি) কেন্দ্রে চিকিৎসাধীন এক রোগী রবিবার রাতে মারা গিয়েছিলেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ওই দিনই তাঁকে ভর্তি করানো হয়েছিল। সোমবার তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। এ দিনই রাতে সেই রিপোর্ট নেগেটিভ আসে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এ দিনই রাতে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে অভিযোগ উঠেছে, পরীক্ষার রিপোর্ট আসতে যখন দেরি সেই সময়ে মৃতদেহটি দীর্ঘ সময় ওয়ার্ডে ফেলে রাখা হয়। ১৮ নম্বর ওয়ার্ডের শ্রবণনগরের বাসিন্দা একাত্তর বছরের ওই বৃদ্ধা। তিনি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগেও ভুগছিলেন বলে এলাকার কাউন্সিলর নিখিল সহানি জানান।

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যালের এক চিকিৎসককে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি করানো হয়েছে। তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি সিক নিউবর্ন কেয়ার ইউনিটের চিকিৎসক। ইসলামপুরের এক রোগীকেও আইসোলেশনে ভর্তি করানো হয়েছে। তিনি অন্য রোগ নিয়ে মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন। পরে তাকে আইসোলেশনে নেওয়া হয়।

এর আগেও কাওয়াখালির সারি কেন্দ্রে রোগীর মৃত্যু হলে মৃতদেহ ২৭ ঘণ্টা ফেলে রাখা হয় বলে অভিযোগ। এই ব্যাপারে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। ঠিক মতো পরিষেবা না দেওয়ার অভিযোগে গত বুধ ও বৃহস্পতিবার ওই কেন্দ্রে ভাঙচুর চলে বলে দাবি। সেই ঘটনার পিছনে রোগীদের একাংশ ছিল বলেও অভিযোগ। মাটিগাড়ায় কোভিড হাসপাতালে দুই নার্স এবং তাঁদের এক জনের পরিবারের তিন জন ভর্তি রয়েছেন। তাদের পাঁচ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ৩ জনের লালারস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দু’জনের নমুনা পজিটিভ রয়েছে বলেও রিপোর্টে জানানো হয়েছে, বলছে স্বাস্থ্য দফতরের সূত্র। রাতে মালদহ থেকে করোনা পজিটিভ এক রোগীকে এই হাসপাতালে আনা হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহে কোভিড হাসপাতাল না-থাকাতেই তাঁকে এখানে আনা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement