প্রতীকী ছবি
পর্যবেক্ষণে রাখতে আরও এক ব্যক্তিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হল। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শনিবার রাতে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়। তাঁর দেহে করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই বলে স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন। তার পরেও ফালাকাটায় আতঙ্ক অব্যাহত। আজ, সোমবার বসন্ত উৎসব বাতিল করেছে স্থানীয় একটি ক্লাব।
সম্প্রতি ভুটানে করোনাভাইরাসে আক্রান্ত আমেরিকার এক পর্যটকের সন্ধান মেলে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ওই পর্যটক গুয়াহাটি থেকে বিমানে ভুটানের পারোয় গিয়েছিলেন। যে বিমানে আলিপুরদুয়ারের বাসিন্দা এক ব্যক্তিও ছিলেন। পর্যবেক্ষণে রাখতে শুক্রবার রাতেই তাঁকে করোনাভাইরাসের জন্য তৈরি ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। কিন্তু এরপর স্বাস্থ্য কর্মীরা জানতে পারেন, ভুটানে আলিপুরদুয়ারের এই ব্যক্তির সঙ্গে হোটেলের একই ঘরে আরও এক ব্যক্তি ছিলেন। তাঁর বাড়িও আলিপুরদুয়ার জেলাতেই। ফালাকাটা হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, ‘‘সেজন্যই পর্যবেক্ষণে রাখতে তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।’’ সূত্রের খবর, শনিবার রাতে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘শনিবার রাতে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি সম্পূর্ণ সুস্থ। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই। তা সত্ত্বেও আপাতত কয়েকদিন তাকেও হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখা হবে বলে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন। সেইসঙ্গে করোনাভাইরাস নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতেও জেলাবাসীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা।
কিন্তু তাদের সেই আর্জির পরও করোনাভাইরাস নিয়ে ফালাকাটায় মানুষের মনে আতঙ্ক বেড়েই চলছে। আর সরাসরি যার রেশ এসে পড়েছে বসন্ত উৎসবেও। প্রতি বছর দোলের দিন স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। এবারও সোমবার এই উৎসব হওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগে, রবিবার ক্লাবের সচিব নিতাই সেন জানান, উদ্ভূত পরিস্থিতির জেরে এবার অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
এদিকে, আতঙ্ক বাড়তেই মাস্ক নিয়ে হাহাকার শুরু হয়েছে ফালাকাটাতেও। চাহিদার তুলনায় জোগান কম হওয়ায় শুক্রবার দুপুরের পর থেকে খোলাবাজারে মাস্ক আর মিলছে না।