প্রতীকী ছবি
এবার মাস্ক না পরে বাইরে বেরোলেই গুনতে হতে পারে এক হাজার টাকা জরিমানা। করোনা সংক্রমণ রুখতে আলিপুরদুয়ার পুর এলাকায় এবার এমনই নির্দেশ জারি হল।
শনিবারই আলিপুরদুয়ার পুরসভার তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। সেইসঙ্গে করোনা রুখতে এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার করে আলিপুরদুয়ার শহর ও শহরতলির সমস্ত দোকানপাট ও বাজারহাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
করোনার সংক্রমণ রুখতে পাশের দুই জেলা শহর জলপাইগুড়ি ও কোচবিহারে ইতিমধ্যেই লকডাউন চালু হয়ে গিয়েছে। যা থেকে বাদ রয়েছে আলিপুরদুয়ার শহর। কিন্তু স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ততটা দ্রুত গতি না হলেও আলিপুরদুয়ার শহরেও করোনার সংক্রমণ বাড়ছে। দিনদুয়েক আগে করোনা পজ়িটিভ শহরের বাসিন্দা এক বৃদ্ধের মৃত্যু পর্যন্ত হয়। তারপরও শহরের বহু বাসিন্দার হুঁশ ফেরেনি বলে অভিযোগ। অভিযোগ, প্রতিদিনই শহরের বিভিন্ন বাজারে মানুষের ভিড় উপচে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে সামাজিক দূরত্ব। এমনকি, ক্রেতা-বিক্রেতাদের অনেকের মুখে মাস্ক না থাকলেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
তবে এবার বিষয়টি নিয়ে কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নিল পুরসভা। শনিবারই এ বিষয়ে পুরসভার তরফে একটি নির্দেশ জারি হয়েছে। যাতে বলা হয়েছে, মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোলে কিংবা পুর এলাকায় কেউ ঘুরে বেড়ালে তাকে ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা দিতে হতে পারে।
পুরসভার আধিকারিকেরা জানিয়েছেন, প্রথমে ৫০ টাকা জরিমানার পরও কেউ স্বাস্থ্যবিধি না মেনে একই ভাবে মাস্ক ছাড়া ঘুরলে তাঁকে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যত্রতত্র থুতু ফেললেও একই জরিমানা ধার্য করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। পুরসভার প্রশাসক তথা আলিপুরদুয়ারের মহকুমাশাসক রাজেশ জানিয়েছেন, করোনার প্রকোপ রুখতে পুরসভার তরফে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংক্রমণ রুখতে এবার থেকে সপ্তাহে একদিন করে শহর ও শহরতলির দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন ব্যবসায়ীরা। ওষুধের দোকান এর আওতার বাইরে থাকছে। সূত্রের খবর, শহরের একটা বড় অংশে বাজার ও দোকান মঙ্গলবার বন্ধ থাকে, বাকি অংশে রবিবার। আলিপুরদুয়ার জংশনে আবার বুধবার দোকানপাট বন্ধ থাকে। আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, ‘‘মঙ্গলবার করে শহর ও শহরতলির দোকান-বাজার বন্ধ থাকবে। মাছ ও আনাজ বাজার ও মুদিখানার দোকানও থাকবে বলে জানা গিয়েছে। মহকুমাশাসক জানান, এটা চালু হবে ২৮ জুলাই থেকে।