উদয়ন গুহ। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহর ছেলে একটি বেসরকারি ব্যাঙ্কে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন। সে কথা জানিয়ে সমাজ মাধ্যমে উদয়ন লিখেছেন, ‘জিকো (সায়ন্তন গুহ) আজ ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট, আমার গর্ব। চাকরিতে যোগ দেওয়া থেকে আজ পর্যন্ত বাবার সাহায্যের দরকার পড়েনি’।
বাবার সাহায্য নিয়েই চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে উদয়নের দল তৃণমূলের কোচবিহার জেলার নেতা তথা প্রাক্তন মন্ত্ৰী পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধে। উদয়নের ‘পোস্ট’ নিয়ে তাই শুরু হয়েছে গুঞ্জন। যদিও উদয়ন বলেন, ‘‘দিনহাটার এক-দু’জনের জন্য ওই পোস্ট। অন্য কিছুর সঙ্গে সম্পর্ক নেই।’’ পরেশও ওই বিষয়ে কিছু বলতে চাননি।
বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘তৃণমুলের প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে। তাই মাঝেমধ্যে সমাজ মাধ্যমে নানা পোস্ট করে কেউ কেউ নিজেকে সৎ বলে দাবি করার চেষ্টা করছেন।’’ তৃণমূল অবশ্য বিজেপির বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ।
স্কুলের চাকরিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ইডি ও সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়। দুর্নীতির আশ্রয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরেশ মেয়ে অঙ্কিতার চাকরির ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠে। আদালতের রায়ে অঙ্কিতার চাকরি গিয়েছে। বেতনের টাকাও ফেরাতে হয়েছে।
ঠিক এমন সময়ে উদয়নের ওই পোস্ট ঘিরে তাই জোর আলোচনা শুরু হয়। যদিও তৃণমূলের একাংশের দাবি, দিনহাটার বিজেপির দু’-এক জন নেতা উদয়নের পারিবারিক বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁদের জবাব দিতেই তিনি ওই পোস্ট করেন।