এই পতাকা নিয়েই বিতর্ক।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় দু’জনেই হুডখোলা জিপে দাঁড়ানো। জিপের সামনে উড়ছে বিশাল এক জাতীয় পতাকা। পতাকার সবুজ অংশের সঙ্গে সেলাই করে জুড়ে দেওয়া হয়েছে বিজেপির একটি পতাকাও। একই লাঠিতে উড়ছে দুই পতাকা। তা নিয়েই তৈরি হয়েছে বির্তক। জলপাইগুড়ির রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষকের কথায়, ‘‘জাতীয় পতাকার ব্যবহারের বিধিতে বলা হয়েছে জাতীয় পতাকার সঙ্গে একই লাঠিতে বা স্তম্ভে কোনও পতাকা থাকতে পারে না। সেলাই তো দূরের কথা।’’ তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, “এটা নিয়ে মামলা করা প্রয়োজন।” বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর মন্তব্য, “জাতীয় পতাকার অবমাননা দলের বিজেপির কেউ করতে পারে না।’’