কাটমানি নিয়ে এ বার নালিশ বিশ্ববিদ্যালয়ে

অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রিনা যোশীর বক্তব্য, প্রশাসন কংগ্রেসের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ০৪:৩৩
Share:

কাটমানি ফেরতের দাবিতে বিডিওর কাছে। বুধবার মালদহে। নিজস্ব চিত্র

এতদিন কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক নেতা, সরকারি কর্মী-অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে। এবার অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের অভিযোগ, গত কয়েকবছর ধরে উপাচার্য অনিল ভুঁইমালি, দুই অধ্যাপক তাপস মোহান্ত, অশোক দাস ও অধ্যাপকদের একাংশ লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বহু অধ্যাপক, শিক্ষাকর্মী ও বিভিন্ন প্রশাসনিক পদে কর্মী নিয়োগ করেছেন।

Advertisement

কাটমানি সংক্রান্ত বিশৃঙ্খলা রুখে পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে বুধবার জেলা কংগ্রেস রায়গঞ্জের কর্ণজোড়ায় অতিরিক্ত জেলাশাসকের (সাধারণ) মাধ্যমে জেলাশাসককে একটি স্মারকলিপি জমা দেয়। পরে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত উপাচার্য ও তিন অধ্যাপকের বিরুদ্ধে কাটমানির অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, অনলাইনে টেন্ডার না ডেকে অভিযুক্তেরা ঘনিষ্ঠ ঠিকাদারদের কাছ থেকে কোটি কোটি টাকা কাটমানি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দিয়েছেন। মোহিতের অভিযোগের তির টিএমসিপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি অনুপ করের বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, গত দু’বছরে পূর্বোক্ত অভিযুক্তেরা ও অনুপ পড়ুয়াদের একাংশের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে তাঁদের স্নাতক স্তরে ভর্তির সুযোগ করে দিয়েছেন। এই অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে উপাচার্য অনিল বলেন, ‘‘এসব একেবারেই মিথ্যে অভিযোগ। এইসব অসত্য অভিযোগের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, তা খুব শীঘ্রই বিশ্বিদ্যালয়ের ইসি বৈঠকে আলোচনা করা হবে।’’ একই বক্তব্য অভিযুক্ত দুই অধ্যাপক তাপস ও অশোকেরও। পাশাপাশি, টিএমসিপির জেলা সভাপতি অনুপও মোহিতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, মোহিত রাজনৈতিক কারণেই এইসব মিথ্যা অভিযোগ তুলেছেন। এর বিরুদ্ধে তিনি আইনের পথে যাওয়ার চিন্তাভাবনা করছেন। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রিনা যোশীর বক্তব্য, প্রশাসন কংগ্রেসের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করবে। জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্যের দাবি, মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কাটমানির নেওয়ার অভিযোগ ওঠার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বক্তব্য, দলের কেউ কাটমানি নিয়ে থাকলে তা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোহিতের কথায়, ‘‘প্রশাসন অবিলম্বে কাটমানি নেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও কাটমানি ফেরতের ব্যবস্থা না করলে দলের তরফে জেলা জুড়ে একটানা আন্দোলনে নামা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement