উত্তরের দুই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য
Jagdeep Dhankhar

রাজ্য তালিকার শেষ পছন্দই নিলেন ধনখড়

দু’টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই রাজ্যের দেওয়া তিনটে করে নামের তালিকার প্রথম দু’টি বাদ দিয়ে শেষ নামটি বেছে নেন রাজ্যপাল।  

Advertisement

শান্তশ্রী মজুমদার ও পার্থ চক্রবর্তী

শিলিগুডি ও আলিপুরদুয়ার শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০৪:২১
Share:

ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের আগেই পাহাডে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করে দিল রাজ্য সরকার। শনিবার ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন কালিম্পং কলেজের অধ্যক্ষ রাজেন্দ্রপ্রসাদ ধাকাল। একই সঙ্গে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে মনোনীত হলেন জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের অধ্যক্ষ শান্তি ছেত্রী। সূত্রের দাবি, দুই উপাচার্যের মনোনয়ন নিয়েও খানিকটা ঠান্ডা লডাই হয় রাজ্যপাল জগদীপ ধনখড এবং রাজ্য উচ্চশিক্ষা দফতরের মধ্যে। দু’টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই রাজ্যের দেওয়া তিনটে করে নামের তালিকার প্রথম দু’টি বাদ দিয়ে শেষ নামটি বেছে নেন রাজ্যপাল।

Advertisement

পাহাডে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির দাবি দীর্ঘদিন থেকেই করে আসছিল মোর্চা। আশ্বাসও দিয়ে আসছিলেন বিজেপি নেতারা। ভোটে জেতার পরেও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সেই আশ্বাস দেন। কিন্তু তা হয়নি। এর মধ্যেই রাজ্য মংপুর যোগীঘাটে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় আইন বিধানসভায় পাশ করে ২০১৮ সালে। কিন্তু পাহাডের মানুষের দাবি মেনে পরের বছরই নাম বদলে দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয় করা হয়। তারপর থেকেই তার পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে যায়।

শনিবার রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটি টুইট ‘ভাইরাল’ হয়। তাতে তিনি লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম শুরু করার জন্য একটি সার্চ কমিটি রাজ্য সরকার তৈরি করেছিল। পছন্দের প্রথম তালিকায় কমিটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকারের নাম রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন জলপাইগুডি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ পূজন সরকার। তৃতীয় স্থানে ছিলেন কালিম্পং কলেজের অধ্যক্ষ ধাকাল।’ সূত্রের দাবি, এর আগে অর্থ তছরূপের অভিযোগ উঠেছিল দিলীপ সরকারের বিরুদ্ধে। তাঁকে পদ থেকে সরিয়েও দেওয়া হয়। যদিও পরে তিনি আদালতের নির্দেশ বলে রেজিস্ট্রার পদে পুনর্বহাল হন।

Advertisement

এ দিনই রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনখডেরও একটি টুইট ছডায়। তাতে বলা হয়, রাজেন্দ্রপ্রসাদ ধাকালকেই আগামী চার বছরের জন্য প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত করা হল। এই চার বছরের সময়কালের আগেই যদি তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হয়, তবে তাঁর মেয়াদ উপাচার্য হিসেবে শেষ হয়ে যাবে বলেও ওই টুইটে বলা হয়েছে।

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সূত্রের খবর, রাজ্য উচ্চ শিক্ষা দফতরর গঠিত সার্চ কমিটির পক্ষে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তিনটি নাম পাঠানো হয়েছিল। যাতে প্রথমে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহেন্দ্র রায়, দ্বিতীয়তে অধ্যাপক সঞ্চারী রায় মুখোপাধ্যায় ও তিন নম্বরে জলপাইগুড়ি পিডি উইমেন্স কলেজের অধ্যক্ষ শান্তি ছেত্রীর নাম ছিল। কিন্তু এক্ষেত্রেও প্রথম দুজন বাদ পড়েছেন। এ নিয়ে রাজ্যের মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘রাজ্যপাল বরাবরই রাজ্যের সঙ্গে একটা রেষারেষির জায়গায় গিয়ে সব ক্ষেত্রেই একটি বিশেষ রাজনৈতিক দলের ক্যাডারের কাজ করছেন। একজন সাংবিধানিক ব্যক্তির ক্ষেত্রে তা অত্যন্ত অমর্যাদাকর, দুঃখজনক। অর্ডার অফ প্রেফারেন্স তো রাজ্যের গঠিত সার্চ কমিটি ঠিক করে।’’ নতুন উপাচার্য ধাকাল অবশ্য দাবি করেন, সরকারি চিঠি হাতে না পাওয়া পর্যন্ত তিনি এ ব্যাপারে কিছু বলবেন না।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, মংপুতে ২৫ একর জমির উপর ওই বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু করতে ৩৩৩ কোটি টাকা অনুমোদন করে রাজ্য সরকার। যদিও তাকদা ইঞ্জনিয়ারিং কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক কাজকর্ম শুরু হওয়ার কথা। তবে তা এখনও শুরু হয়নি বলেই সূত্রের খবর। এর আগে পাহাডে এসে মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কাজের অগ্রগতির খোঁজ নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement