—প্রতীকী চিত্র।
‘বিয়ের প্রতিশ্রুতি’ দিয়ে এক বিবাহিতার সঙ্গে সহবাস করার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। থানায় দশ দিন আগে, ওই সিভিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন ‘নির্যাতিতা’। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি এখনও বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, অভিযুক্ত পলাতক। বুধবার অভিযুক্তকে গ্রেফতারের দাবি তুলে ‘নির্যাতিতা’ জেলা পুলিশ সুপার দফতরের দ্বারস্থ হন। পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে বলে দাবি।
‘নির্যাতিতার’ বাড়ি জলপাইগুড়ির এক গ্রামে। অভিযোগ, প্রায় দু’বছর ধরে ‘বিয়ের প্রতিশ্রুতি’ দিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার তাঁর সঙ্গে সহবাস করে আসছেন। কিছু দিন আগে মহিলার স্বামী স্ত্রী’র বিবাহবহির্ভূত এই সম্পর্কের কথা জানতে পারেন। দাবি, অভিযুক্তের পরিবারের কাছে ওই সিভিক ভলান্টিয়ার সম্পর্কে সব কথা জানিয়ে দেন ‘নির্যাতিতার’ স্বামী। এর পরে, টাকা দিয়ে বিষয়টি মেটানোর চেষ্টা করে সিভিকের পরিবার। তবে ‘নির্যাতিতার’ পরিবার অভিযুক্তের শাস্তির দাবিতে অনড় থাকে। এর পরে, মহিলার স্বামীকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সিভিকের পরিবারের বিরুদ্ধে। ৮ সেপ্টেম্বর স্থানীয় থানায় ‘নির্যাতিতা’ অভিযোগ জানান।
‘নির্যাতিতার’ পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ করার পর থেকে মহিলার আপত্তিকর ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন অভিযুক্ত সিভিক। ‘নির্যাতিতার’ দাবি, তাঁর স্বামী তাঁকে বাড়িতে রাখতে চাইছেন না। এ দিকে, থানায় অভিযোগ করার পরেও পুলিশ অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা গ্রহণ করেনি বলে ওই মহিলার অভিযোগ। তিনি জানান, বাধ্য হয়ে এ দিন পুলিশ সুপার দফতরে অভিযোগ জানান।
স্থানীয় থানার আইসি বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার স্বামীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের স্ত্রী-কে গালিগালাজ করার। সে অভিযোগেরও তদন্ত চলছে।’’