Tea Garden

শ্রমিক সংগঠনের উদ্যোগ, ৫ দিন পর খুলল চেংমারি চা বাগান, খুশি শ্রমিকরা

৫ দিন বন্ধ থাকার পর চা বাগান খুলতেই খুশি শ্রমিকরা। মালিক-শ্রমিক অসন্তোষের জেরে ১০ মার্চ বন্ধ হয়েছিল ডুয়ার্সের নাগরাকাটার অন্তর্গত চেংমারি চা বাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৪:৫৮
Share:

চা বাগান খুলতেই খুশি চা শ্রমিকরা। নিজস্ব চিত্র।

৫ দিন বন্ধ থাকার পর চা বাগান খুলতেই খুশি শ্রমিকরা। মালিক-শ্রমিক অসন্তোষের জেরে ১০ মার্চ বন্ধ হয়েছিল ডুয়ার্সের নাগরাকাটার অন্তর্গত চেংমারি চা বাগান। যার জেরে বিপাকে পড়েন কয়েক হাজার শ্রমিক। মালিক পক্ষের অভিযোগ, শ্রমিকরা অযথা বাগানে অশান্তি তৈরির চেষ্টা করছেন। এই অজুহাতে রাতের অন্ধকারে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে যান। এর জেরে বিষাদের ছায়া নেমে আসে চা বাগানের শ্রমিক মহল্লায়।

Advertisement

ভোটের ঠিক আগে আগে বাগান বন্ধ হয়ে যাওয়ায় চাপে পড়েছিল শাসক দল। এর পর বাগান খোলার ব্যাপারে আপ্রাণ চেষ্টা শুরু করে শ্রমিক সংগঠনগুলো। গতকাল শিলিগুড়িতে শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠক হয়। সেখানেই মেলে সমাধান সূত্র। বাগান খোলার সিদ্ধান্ত নেন মালিক কর্তৃপক্ষ। তার পরই সোমবার সকালে খুলল বাগান। শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন সে সময়। বাগান খোলায় শ্রমিকদের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শাসক দলের নেতৃত্বও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement