KLO

KLO-Centre meet: কেএলও-কেন্দ্র আলোচনা সফলে হলে আমাদের সমস্য মিটবে: কোচ-রাজবংশী জাতীয় পরিষদ

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) ও কেন্দ্রের মধ্যে আলোচনার সম্ভাবনাকে সদর্থক দৃষ্টিতেই দেখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ২৩:৩৮
Share:

নিজস্ব চিত্র।

কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) ও কেন্দ্রের মধ্যে আলোচনার সম্ভাবনাকে সদর্থক দৃষ্টিতেই দেখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আলোচনা সফল হলে অসম ও পশ্চিমবঙ্গের কোচ রাজবংশীদের দীর্ঘ দিনের দাবিদাওয়ার সুরাহা হবে বলেই মনে করছে কোচ-রাজবংশী জাতীয় পরিষদ।

Advertisement

হিমন্ত টুইটারে লেখেন, ‘‘ওই অঞ্চলে শান্তি ফেরানোর প্রক্রিয়ায় ভারত সরকার যে ভাবে প্রচেষ্টা চালাচ্ছে, তাতে সাড়া দিয়ে কেএলও-র আলোচনায় বসতে রাজি হওয়াকে সাধুবাদ জানাচ্ছি। এই আলোচনাকে সফল করতে সব রকম ভাবে সাহায্য করবে অসম সরকার।’’

এর প্রেক্ষিতেই কোচ-রাজবংশী জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘‘ভারত সরকার জীবন সিংহের নেতৃত্বাধীন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের (কেএলও) সঙ্গে শান্তি আলোচনায় বসতে চলেছে। কেএলও দীর্ঘ দিন ধরেই স্বাধীন কামতাপুরের জন্য লড়াই করে আসছে। আলোচনা সফল হলে অসম-পশ্চিমবঙ্গের (কামতাপুর) সমস্ত কোচ রাজবংশীদের সমস্যার একটি স্থায়ী সমাধান পাওয়া সম্ভব হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement