২ চিতাবাঘকে সজোরে ধাক্কা মেরে উল্টালো গাড়ি, আহত ৫

জলপাইগুড়ি জেলার বানারহাট এলআরপি রোড সংলগ্ন এলাকায় শুক্রবার রাত ২টো নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ১২:৫০
Share:

উদ্ধার হওয়া আহত চিতাবাঘ। নিজস্ব চিত্র।

ফের গাড়ির ধাক্কায় আহত হল ২টি চিতাবাঘ। ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ ৫ জন। জলপাইগুড়ি জেলার বানারহাট এলআরপি রোড সংলগ্ন এলাকায় শুক্রবার রাত ২টো নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। বন দফতরের সূত্রে জানা গিয়েছে, চিতাবাঘ ২টি রাস্তা পারাপার করছিল। চা বাগান ও জঙ্গল এলাকায় স্বাভাবিক ভাবেই ওই রাস্তাগুলি বন্যপ্রাণীরা ব্যবহার করে থাকে।

Advertisement

শুক্রবার গভীর রাতেও রাস্তা পারাপার করছিল ২টি চিতা। সে সময় একটি ছোট বেলেনো গাড়ি দ্রুতগতিতে তুফানগঞ্জ থেকে নাগারাকাটার দিকে যাচ্ছিল। তখনই চিতাগুলিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশে একটি নীচু জমিতে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় আহত হন গাড়িতে থাকা ৫ জন। আহতদের উদ্ধার করে প্রথমে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁরা হলেন সুবাস কর্মকার (৫৮), সন্তোষ সাহা (৪৭), অতনু দত্ত (৪২)। তাঁরা প্রত্যেকেই কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সময় গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে, চিতা ২টিও মারাত্মকভাবে জখম হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান বানারহাট থানার পুলিশ ও বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। ইতিমধ্যে একটি চিতাবাঘকে ভোর ৩টে নাগাদ ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। অন্যটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেছেন, ‘‘গভীর রাতে খবর আসে, গাড়ির ধাক্কায় জখম হয়ে ২টি চিতা রাস্তার পাশে পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসে আমরা একটি চিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। অন্য চিতাবাঘটির খোঁজ চালানো হচ্ছে।’’ সূত্র মারফত জানা গিয়েছে, হাসপাতাল থেকে আহতদের নামের তালিকা সংগ্রহ করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বনদফতরের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement