উপনির্বাচন কালিয়াগঞ্জে

জেলাশাসক জানান, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯ ০৪:০৪
Share:

প্রতীকী ছবি।

শুক্রবার বিকেলে রায়গঞ্জের কর্ণজোড়ায় নিজের দফতরে সাংবাদিক সম্মেলন করে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানালেন, ২৫ নভেম্বর ওই আসনে উপনির্বাচন হবে। ৩০ মে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যু হয়। সেই থেকে ওই আসনটি ফাঁকা। প্রমথবাবুর মৃত্যুর পর কংগ্রেস তাঁর মেয়ে ধীতশ্রী রায়কে প্রার্থী করার কথা ঘোষণা করে দেয়। তবে এখনও পর্যন্ত তৃণমূল, বিজেপি ও বামেদের তরফে ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি। কিছু দিন আগে কংগ্রেস সিপিএমকে অনুরোধ করে, তারা যেন কংগ্রেস প্রার্থীকে সমর্থন করে। যদিও সিপিএম এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

Advertisement

জেলাশাসক জানান, ৩০ অক্টোবর নির্বাচন কমিশনের তরফে সরকারিভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। ৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৭ তারিখ। পরদিন থেকে ১১ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৫ নভেম্বর নির্বাচন ও ২৮ নভেম্বর ভোটগণনা। এই বিধানসভা কেন্দ্রে এ বছর মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৬৬৯ জন। ২৭০টি ভোটগ্রহণ কেন্দ্রের প্রতিটিতে ইভিএম মেশিন ও ভিভি প্যাটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement