Coronavirus

মাস্ক, দূরত্ব মেনেই বাস

পুরনো ভাড়া বহাল রেখে তারা প্রাথমিকভাবে বিভিন্ন রুটে ৫০ শতাংশ বাস চালাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ মে ২০২০ ০৬:০৪
Share:

ছবি এএফপি।

মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না যাত্রীদের। গাড়িতে ওঠার প্রাক মুহূর্ত পর্যন্ত সকলকে মানতে হবে দূরত্ব বিধি। গাড়িতে ওঠানোর আগে হবে থার্মাল স্ক্রিনিং।

Advertisement

এমন সব বিধি মেনেই আজ, বুধবার থেকে আন্তঃজেলা বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। পুরনো ভাড়া বহাল রেখে তারা প্রাথমিকভাবে বিভিন্ন রুটে ৫০ শতাংশ বাস চালাবে। পাহাড়ের দার্জিলিং, কালিম্পং, কাশিয়াঙে যেমন বাস চলবে, তেমনি কলকাতায় রুটেও চলবে রকেট বাস। মঙ্গলবার থেকে শুরু হয়েছে কলকাতার বাসের বুকিং। যাত্রী দেখে বাসের সংখ্যা বাড়াতে পারেন কর্তৃপক্ষ।

এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দত্ত জানান, ‘‘সরকারি নিয়মবিধি মেনে বাস চালু করা হচ্ছে। একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা হবে না। যাত্রীদের মধ্যে দূরত্ব বিধি মেনে মুখে মাস্ক পরে গাড়িতে ওঠানো হবে। ওঠার আগে হবে থার্মাল স্ক্রিনিং। সে সময় কোনও যাত্রী অসুস্থ হলে চিকিৎসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে প্রায় সমস্ত প্রধান রুটেই বাস চলবে। যেমন শিলিগুড়ি-কলকাতা রুটে চলবে, তেমনি শিলিগুড়ি-কোচবিহার বা শিলিগুড়ি-মালদহ রুটেও বাস চলবে।’’

Advertisement

সন্দীপবাবু বলেন, ‘‘৫০ শতাংশ বাস পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এবং স্বাস্থ্যের কাজে ব্যবহার হচ্ছে। সে জন্য সমস্ত বাস একসঙ্গে রাস্তায় নামানো যাচ্ছে না। প্রাথমিকভাবে উত্তরবঙ্গের ১০১টি রুটে ২৭৫টি বাস চলবে। যাত্রী সংখ্যা বাড়লে পরে ব্যবস্থা নেওয়া হবে।’’

তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দিনে একটি রকেট বাস কলকাতায় যাবে। এদিন তার টিকিট বুকিং শুরু হয়েছে। পুরনো ভাড়া ৪৮৫ টাকায় রকেট বাসটিতে যাওয়া যাবে কলকাতা। শীতাতপ নিয়ন্ত্রিত বাস আপাতত চলবে না। শিলিগুড়ি-কলকাতার রুটের যাত্রীদের দাবি, এই মুহূর্তে যাত্রীদের চাপ থাকায় বেশি করে বাস চালান প্রয়োজন। একটি বাসে ২০ জনের বেশি যাত্রী না তোলার কারণে সমস্যায় পড়তে হচ্ছে।

এনবিএসটিসির ডিভিশনাল ম্যানেজার দীপঙ্কর দত্ত বলেন, ‘‘কালিম্পিং, কাশিয়াং এবং দার্জিলিঙে ছোট বাস চালানো হবে। সেই গাড়িগুলিতে ২০ জন উঠলে দূরত্ব বজায় থাকবে না। সে জন্য সেই গাড়িগুলিতে আরও কম যাত্রী তোলা হবে।’’

আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হওয়ার কথাছিল ২১ মে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে বলা হয়েছে, সে দিন তারা সরকারি নির্দেশিকা পায়নি। বেসরকারি বাস সংগঠনগুলি সরকারি নিয়মে আপাতত রাস্তায় বাস চালাবে না বলে জানিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement