ভোটের টুকিটাকি

শ্রমিকরা নিয়ম মেনে কাজ করছে না বলে বাগানে কর্মবিরতির নোটিস ঝোলাল বাগান কতৃর্পক্ষ। সোমবার দার্জিলিং শহর লাগোয়া তাকভর চা বাগানের ঘটনা। বাগান কর্তৃপক্ষের অভিযোগ, কাজের নির্ধারিত সময় মেনে শ্রমিকেরা কাজ করছেন না।

Advertisement
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ০২:০৫
Share:

শ্রমিকদের বেনিয়মের অভিযোগে কর্মবিরতি

Advertisement

শ্রমিকরা নিয়ম মেনে কাজ করছে না বলে বাগানে কর্মবিরতির নোটিস ঝোলাল বাগান কতৃর্পক্ষ। সোমবার দার্জিলিং শহর লাগোয়া তাকভর চা বাগানের ঘটনা। বাগান কর্তৃপক্ষের অভিযোগ, কাজের নির্ধারিত সময় মেনে শ্রমিকেরা কাজ করছেন না। তাতে বাগানের সমস্যা বাড়ছে। এই অবস্থায় বাগান খোলা রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের মুখ্য পরামর্শদাতা সন্দীপ মুখোপাধ্যায় জানান, শ্রমিকেরা নির্ধারিত সময়ে কাজ না করায় বাগানে সমস্যা হচ্ছিল। ২৯ ও ৩০ মার্চ শ্রমিকেরা কাজ না করে কর্তৃপক্ষকে ঘেরাও করে রেখেছিলেন বলে তাঁর দাবি। ১৮৫২ সালে তৈরি বাগানটির পাঁচটি ডিভিশন রয়েছে। এখন বাগানটির মালিক জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রায় ৪৩৭ হেক্টরের বাগানটিতে ১৬৪৬ জন শ্রমিক রয়েছেন। মোর্চার দার্জিলিং তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন লেবার ইউনিয়নের সহকারি সম্পাদক প্রশান্ত প্রধান বলেন, ‘‘বাগানে সকাল সোয়া এগারোটা থেকে পাতা তোলার পর তা ওজন করার কাজ শুরু হত। দুপুর ১টায় শ্রমিকেরা খাবার খেতেন।’’ তিনি জানান, কতৃর্পক্ষের নির্দেশ মেনে ১১-৪৫ মিনিটে পাতা ওজন করার কাজ করতে গেলে সমস্যা হচ্ছে। এতে শ্রমিকেরা খাবারের সময় পাচ্ছেন না বলে অভিযোগ তাঁর। সময় পরিবর্তন নিয়ে শ্রমিকরা আপত্তি জানিয়েছিলেন বলে জানান প্রশান্তবাবু। এর আগে গত ডিসেম্বর থেকে জানুয়ারি বাগানটি বন্ধ ছিল। সেবার বাগানের ম্যানেজারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শ্রমিকদের একাংশের বিরুদ্ধে।

Advertisement

জোটকে কটাক্ষ কিরণময়ের

বামফ্রন্ট নিজের অস্তিত্ব বজায় রাখতে ও রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে। সোমবার দলীয় প্রার্থীর সমর্থনে রায়গঞ্জে নির্বাচনী প্রচারে এসে বাম-কংগ্রেস জোটকে এভাবেই কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ কিরণময় নন্দ। এ দিন কিরণময়বাবু রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী অরুণচন্দ্র দের সমর্থনে শহরের দেবীনগর কালীবাড়ী মোড় থেকে শিলিগুড়িমোড় পর্যন্ত প্রায় ছ’ কিলোমিটার রাস্তায় হুডখোলা পিকআপভ্যানে চেপে রোড শো করেন। তাঁর সঙ্গে অরুণবাবু ছাড়াও ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক শ্যামধর পান্ডে, দলের যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিকাশ যাদব ও রাজ্য সভাপতি অনুপ চৌধুরী। রায়গঞ্জের বাহিন, গৌরি, মারাইকুড়া, কমলাবাড়ি-১ ও ২ গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার দলীয় কর্মী রোড শোয়ে য়োগ দেন। একদা বামফ্রন্টের অন্যতম শরিক দল সমাজবাদী পার্টির নেতা কিরণময়বাবু ১৯৮২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বামফ্রন্ট পরিচালিত রাজ্য সরকারের একাধিক দফতরের মন্ত্রী ছিলেন। ২০১১ সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের কাছে পাঁচ হাজারের কিছু ভোটে পরাজিত হন। এরপর অবশ্য উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি।

স্মারকলিপি জমা

চা বাগানে তরুণীর মৃতদেহ মেলার পর সাতদিন পেরোলেও পুলিশ ঘটনায় জড়িত একজনের বেশি আর কাউকে গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় পুলিশি তদন্ত প্রক্রিয়ায় খামতি রয়েছে বলে অভিযোগ তুলে ডুয়ার্সের নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখালো সিপিএম। এর সঙ্গে দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি তুলে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় স্মারকলিপিও দেওয়া হয়। সোমবার জলপাইগুড়ি জেলা সিপিএম নেতা তথা সিটু জেলা সম্পাদক জিয়াউল আলমের নেতৃত্বে সিটু সমর্থিত মহিলা চা শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা নাগরাকাটা থানায় বিক্ষোভ দেখান। নাগরাকাটার ভুটান লাগোয়া চেংমারি চা বাগানে গত ২৮মার্চ হিউম পাইপের ভেতর থেকে স্থানীয় এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার দিন বিকেলেই পুলিশ রাজু গুপ্তা নামে বাগানেরই এক যুবককে গ্রেফতার করে। চলতি মাসের আগামী ৭তারিখের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট যাতে দেওয়া হয় সেই দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।

উন্নয়নের তরজা

সোমবার দিনভর বিন্দোল গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কয়লাডাঙ্গি, বড়বার ও বালিয়াদিঘি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সবিতা ক্ষেত্রী। এ দিন সবিতাদেবী গ্রামগুলির বাসিন্দাদের কাছ থেকে এলাকার নানা সমস্যার কথা শুনে তা ডায়েরিতে লেখেন। তাঁর অভিযোগ, গত পাঁচ বছর রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও বিদায়ী সিপিএম বিধায়ক রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রাখতে ব্যর্থ হওয়ায় সীমান্ত এলাকায় রাস্তাঘাট ও পানীয় জলের পরিকাঠামো বেহাল হয়ে রয়েছে। তাঁর দাবি, আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সিপিএম প্রার্থী বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কায় গ্রামে ঢোকার সাহস পাচ্ছেন না। হেমতাবাদের সিপিএম প্রার্থী দেবেন রায়ের পাল্টা দাবি, রাজনৈতিক স্বার্থে তৃণমূল প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। বিদায়ী রাজ্য সরকারের অসহযোগিতার জেরেই বিভিন্ন গ্রামে উন্নয়নের কাজ হয়নি বলে তাঁর দাবি।

কমিশনের মিছিল

‘নির্ভয়ে ভোট দিন, আপনার ভোট আপনি দিন।’ এই স্লোগান সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার সকালে হলদিবাড়ির বিডিও অফিস সংলগ্ন পঞ্চায়েত সমিতির অতিথি নিবাস থেকে শুরু হল মিছিল। তার আগে একটি মশাল প্রজ্জ্বলন করেন হলদিবাড়ির বিডিও তাপস সিংহ রায়। কোচবিহার নির্বাচন দফতর সুত্রে জানা গিয়েছে, মিছিলটি হলদিবাড়ি থেকে তিস্তাপারে বেলতলিতে পর্যন্ত যায়। সেখান থেকে তিস্তা নদী পার হয়ে মশালটি মেখলিগঞ্জের বিডিও বিরুপাক্ষ মিত্রের হতে তুলে দেওয়া হয়। কোচবিহার জেলা নির্বাচন দফতর সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মশাল নিয়ে আর একটি মিছিল মেখলিগঞ্জ ধেকে শীতলকুচি যাবে। নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন নিয়ে এই মিছিলে হলদিবাড়ি বয়েজ, হলদিবাড়ি গার্লস এবং হলদিবাড়ি নবকিশোর হাইস্কুলের ২০০ জন ছাত্রছাত্রী এবং ব্লক নির্বাচন দফতরের কর্মীরা যোগ দেন।

বিধিভঙ্গের নালিশ

কুমারগঞ্জের চালুন জুনিয়ার বেসিক বিদ্যালয় চত্বরের ভিতরে দুপুর থেকে মাইক বাজিয়ে তৃণমূলের প্রচার সভাকে নিয়ে বিধিভঙ্গের অভিযোগ তুলেছেন বাম প্রার্থী মাফুজা খাতুন। এ দিন তৃণমূলের প্রার্থী তোরাব হোসেন মণ্ডলের সমর্থনে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সভা করবেন বলে স্কুল চত্বরে দু’টি মাইক বাজিয়ে প্রচার করা হয়। এতে স্কুলের পঠনপাঠনে অসুবিধে হয় বলে অভিযোগ। স্কুল সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে ৪-৬টা পর্যন্ত সভা করার অনুমতি নেওয়া হলেও দুপুর আড়াইটা থেকেই স্লোগান শুরু হয়। প্রধান শিক্ষক স্বাধীন দত্ত বলেন, ‘‘ঘটনায় আপত্তি জানিয়েছিলাম।’’ সমস্যা হলেও মকটেস্ট পরীক্ষা ও মিড-ডে-মিল রান্না হয়েছে বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

ডিএম-এর নির্দেশ

তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের তুফানগঞ্জের সভার ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে নির্দেশ দিলেন কোচবিহারের জেলাশাসক। নির্বাচন প্রস্তুতির বিষয়ে নিয়ে একটি বৈঠকে যোগ দিতে জেলাশাসক সোমবার তুফানগঞ্জে যান। সেখানেই তুফানগঞ্জের মহকুমাশাসককে ওই ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দেন। জেলাশাসক বলেন, “বক্তব্যের ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়েছে।’’ রবীন্দ্রনাথবাবু বলেন, “হুমকির অভিযোগ ভিত্তিহীন। সেলের কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা যে নিরপেক্ষ নন তা বৈঠকে জানানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement