Suicide Attempt

Suicide Attempt: ভিন্‌ রাজ্য থেকে ফিরে জানলেন প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে, আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

রাজ্যে ফিরে ওই যুবক জানতে পারেন প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এমনকি তাঁর সঙ্গে সম্পর্ক রাখতেও রাজি নন প্রেমিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১২:০৮
Share:

ধূপগুড়ির হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করা প্রেমিক। নিজস্ব চিত্র।

কেরলে কর্মরত যুবকের সঙ্গে ফোনে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এক তরুণীর। কিন্তু রাজ্যে ফিরে ওই যুবক জানতে পারেন প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। এমনকি তাঁর সঙ্গে সম্পর্ক রাখতেও রাজি নন প্রেমিকা। এর পরই আত্মহত্যার চেষ্টা করেন ভিন‌্‌ রাজ্যে কর্মরত ওই যুবক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

জানা গিয়েছে, আত্মহত্যার চেষ্টা করা ওই যুবকের বাড়ি ধূপগুড়ির খলাইগ্রাম এলাকায়। তাঁর নাম সোহেল আলম। তিনি কেরলে কর্মরত। ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি কেরল থেকে ফিরে ওই যুবক দেখা করেন প্রেমিকার সঙ্গে। তখনই তিনি জানতে পারেন, প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তাঁকে বিয়ে করতেও রাজি ছিলেন না প্রেমিকা। এর পর প্রেমিকা বাড়ির সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

সোহেলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement