Suvendu Adhikari

বুথ সভাপতির সম্মতিতেই যোগ বিজেপিতে

এই জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার নয়টি ব্লকে ২০৭৩টি বুথ রয়েছে। বিজেপির দাবি, এরমধ্যে ১৯০০ বুথে ইতিমধ্যেই কমিটি গঠনের কাজ শেষ।

Advertisement

গৌর আচার্য 

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ০৩:৪২
Share:

—প্রতীকী ছবি।

শুভেন্দু অধিকারী যোগ দেওয়ার পর থেকেই উত্তর দিনাজপুরের তৃণমূলের বিভিন্ন জন প্রতিনিধি, নেতা ও কর্মীরা বিজেপিতে যোগ দেওয়ার জন্য যোগাযোগ শুরু করেছেন। এই পরিস্থিতিতে এখন থেকে অন্য দল থেকে কেউ যোগ দিতে চাইলে বিজেপির স্থানীয় বুথ সভাপতির মাধ্যমে বিজেপিতে ঢোকানো হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। এর প্রেক্ষিতে বিধানসভা ভোটের আগে বুথস্তরে দলকে শক্তিশালী করতে ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচি শুরু করেছে বিজেপি।

Advertisement

বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, দলের রাজ্য সভাপতির নির্দেশে তৃণমূল বা অন্য দলের স্বচ্ছ ভাবমূর্তির কাউকে ছাড়া দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিজেপি। তাদের ভাবমূর্তি কেমন তা বিজেপির স্থানীয় বুথ সভাপতিই ভাল বুঝবেন। তিনি বলেন, “এখন থেকে বিজেপিতে কেউ যোগ দিতে চাইলে তাঁকে স্থানীয় বুথ সভাপতির সম্মতির পরেই দলে নেওয়া হবে।”

এই জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার নয়টি ব্লকে ২০৭৩টি বুথ রয়েছে। বিজেপির দাবি, এরমধ্যে ১৯০০ বুথে ইতিমধ্যেই কমিটি গঠনের কাজ শেষ। বিজেপির জেলা সম্পাদক প্রবীর ঘোষের দাবি, বিধানসভা ভোটের আগে ৯৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বুথস্তরে দলকে শক্তিশালী করতে বাড়ির সামনে বুথ সভাপতির নেমপ্লেট ও দলীয় পতাকা লাগানোর কাজ হয়েছে। বুথ সভাপতিদের ক্ষমতা ও জনসংযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

Advertisement

জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পবিত্র চন্দ ও জেলা বামফ্রন্টের চেয়ারম্যান অপূর্ব পাল পৃথকভাবে হলেও একই সুরে দাবি করেছেন, তাঁদের দলের সক্রিয় কোনও নেতা বা কর্মী বিজেপিতে যোগ দেবেন না। বিরোধী দলের নেতা ও কর্মীদের বিভ্রান্ত করতে বিজেপি নেতারা মিথ্যা প্রচার চালাচ্ছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement