অশোকের বই প্রকাশ

নতুন কয়েকটি রচনা এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কিছু নিবন্ধ বই আকারে প্রকাশ করলেন অশোক ভট্টাচার্য।

Advertisement
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০২:৪৫
Share:

নতুন কয়েকটি রচনা এবং বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কিছু নিবন্ধ বই আকারে প্রকাশ করলেন অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার বাংলা বছরের প্রথম দিনে প্রকাশিত হল শিলিগুড়ির মেয়র অশোকবাবুর লেখা ‘জলবায়ুর পরিবর্তন, পরিবেশ ও নগরায়ণ’ মানে বইটি। বইয়ে ১৭টি নিবন্ধ রয়েছে। জলবায়ু পরিবর্তন ছাড়াও পরিবেশ এবং নগরায়ণের নানা বিরূপ প্রভাব এবং সর্তকতা নিয়ে নিবন্ধ গুলি লেখা হয়েছে। দীর্ঘদিন রাজ্যের পুরমন্ত্রী ছিলেন অশোকবাবু। বর্তমানে শিলিগুড়ির মেয়র। সে সবুাদে নগরায়ণের নানা প্রক্রিয়া খুব কাছ তেকেই প্রতক্ষ্য করেছেন অশোকবাবু। সেই অভিজ্ঞতা বই লিখতে তাঁকে অনুপ্রাণিত করেছে বলে অশোকবাবু জানালেন। এর আগেও নানা বিষয়ে অশোকবাবু বই লিখেছেন। এ দিন শিলিগুড়ির একটি হোটেলের সভাকক্ষে বইটির প্রকাশ অনুষ্ঠান হয়েছে। অশোকবাবুর কথায়, ‘‘পরিবেশ এবং নগরায়ণ দুই বিষয়ই জীবনের সব ক্ষেত্রকেই কোনও না কোনও ভাবে নিয়ন্ত্রণ করে। তাই সুস্থ পরিবেশের দাবি এবং পরিকল্পিত নগরায়ণ আমাদের সমাজ, রাজনীতি, সংস্কৃতি সব ক্ষেত্রেই রাখতে হবে। রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, গণ সংগঠনের দাবির মধ্যেও পরিবেশ এবং পরিকল্পিত নগরায়ণের দাবি রাখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement