তৃণমূল নেতার বাস থেকে উদ্ধার তাজা বোমা। নিজস্ব চিত্র।
তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর ব্লক কমিটির সম্পাদক জয়দীপ ঘোষে গাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাত্রে তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার একটি বাসে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমের শব্দে এলাকার লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। বাস থেকে একটি তাজা বোমাও উদ্ধার হয়।
বোমা বিস্ফোরণের খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে। পরে সেটিকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর বৃহস্পতিবার কলেজ পাড়া এলাকায় দিনহাটা কোচবিহার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান জয়দীপ এবং তার অনুগামীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়।
জয়দীপ ঘোষ বলেন, “যেহেতু আমি উদয়ন গুহের সৈনিক তাই তাঁর বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পিছনে এমন কিছু দুষ্কৃতী রয়েছে যাদের পিছনে তৃণমূল এবং বিজেপির মদত রয়েছে। এভাবে আমাকে দমানোর চেষ্টা করছে। কিন্তু তা সফল হবে না”।