deadbody

Gangarampur: নদীতে ভেসে আসা দেহ ঘিরে চাঞ্চল্য গঙ্গারামপুরে

পুলিশের অনুমান, দেহটি বাংলাদেশ থেকে নদীতে ভেসে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৬:২৪
Share:

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। নিজস্ব চিত্র।

নদীতে ভেসে আসা আনুমানিক ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরে। রবিবার গঙ্গারামপুর থানার কাঁটাবাড়িতে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীতে মৃতদেহটি দেখতে পান বিএসএফ-এর জওয়ানরা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। তাদের অনুমান, দেহটি বাংলাদেশ থেকে নদীতে ভেসে এসেছে।

Advertisement

দেহটি শনাক্তকরণের জন্য বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-কে খবর দেয় বিএসএফ। কিন্তু বিজিবি দেহটি সনাক্ত করতে পারেনি। ফলে দেহটি নিতে অস্বীকার করে তারা। এর পরই গঙ্গারামপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement