Child death

কুয়োয় আচমকাই ভেসে উঠল স্কুলব্যাগ, ভিতরে মিলল শিশুর দেহ! চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে

সোমবার সকালে ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ১০:১৬
Share:

স্কুলব্যাগে মিলল শিশুর দেহ! নিজস্ব ছবি।

কুয়োয় ভেসে ওঠা স্কুলব্যাগের ভিতর থেকে শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। সোমবার সকালে ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অরবিন্দনগর এলাকার বাসিন্দা তাপসী সাহার বাড়িতে ওই শিশুর দেহটি উদ্ধার হয়েছে। রোজকার মতোই সকালে কুয়ো থেকে জল তুলে গৃহস্থালির কাজ করছিলেন বাড়ির এক সদস্য। সেই সময়েই কুয়োয় একটি স্কুলব্যাগ ভেসে ওঠে। সন্দেহ হওয়ায় সেটি তুলে এনে খুলতেই দেখা যায়, ভিতরে একটি শিশুর দেহ। এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে এলাকায়। পুলিশেও খবর দেওয়া হয়।

প্রাথমিক ভাবে অনুমান, অন্তত ২-৩ দিন আগে শিশুর দেহ ব্যাগে ভরে কুয়োর জলে ফেলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেই রিপোর্ট হাতে এলে গোটা বিষয়টি পরিষ্কার হবে।

Advertisement

স্থানীয়দের দাবি, পরিচিত কেউ এই কাজ করে থাকতে পারেন। এক জনের কথায়, ‘‘আমার মনে হয়, যিনি এই কাজ করেছেন, তিনি খুব ভাল করেন জানেন বাড়ির মালিক কখন থাকেন। সুযোগ বুঝেই কুয়োয় ব্যাগ ফেলে দেওয়া হয়। আমরা পুলিশকে জানিয়েছি আমাদের বক্তব্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement