বিজেপি-র জেলা কার্যালয়ে সদলবলে বিক্ষোভ বলরাম চক্রবর্তীর। নিজস্ব চিত্র
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ২ মে। তার পর অনেকটা সময় কেটে গেলেও, উত্তর দিনাজপুরে বিজেপি-র সংগঠনের ‘ক্ষত’ যেন কিছুতেই শুকোচ্ছে না। বিধানসভা ভোট চলাকালীন তড়িঘড়ি বদল হওয়া উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকারের বিরুদ্ধে এ বার ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন জেলা কমিটিরই পরিষেবা সেলের আহ্বায়ক বলরাম চক্রবর্তী। সংগঠনে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বাসুদেব। তা নিয়েও কটাক্ষ করেছেন বলরাম। যদিও, বলরামের এই ‘যুদ্ধ’ ঘোষণাকে গুরুত্ব দিচ্ছেন না জেলা সভাপতি।
বুধবার রায়গঞ্জের এমজি রোডে বাসুদেবের অপসারণ চেয়ে বিক্ষোভ দেখান বলরাম এবং তাঁর দলবল। জেলা সভাপতির বিরুদ্ধে স্লোগানও ওঠে। বিক্ষোভকারীদের দাবি, নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে জেলায় একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপি-র হাতছাড়া হচ্ছে। তাঁদের অভিযোগ, দলীয় কর্মীরা হিংসার শিকার হলেও জেলা সভাপতি নির্বিকার। বলরামের কথায়, ‘‘আমাদের দুর্ভাগ্য যে জেলা দফতরে এসে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে হচ্ছে। সাংসদ দেবশ্রী চৌধুরী ভোটের মুখে বাসুদেবকে ওই পদে বসিয়েছেন। কিন্তু জেলা দফতর এখন শ্মশান। একের পর এক পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে। কর্মীরা মার খাচ্ছেন। আর উনি শুধু এসি চালিয়ে ঘরে বসে আছেন। আমরা ওঁর পদত্যাগ চাই। এই জেলা সভাপতি অবৈধ এবং অযোগ্য। আমরা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও বিষয়টি জানিয়েছি।’’
যাঁর বিরুদ্ধে বলরাম একের পর এক তোপ দেগেছেন সেই জেলা সভাপতি বাসুদেবের পাল্টা দাবি, ‘‘যাঁর নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে তাঁকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধে শো-কজ করেছে দল। দলের রাজ্য সভাপতির সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন উনি। তার প্রেক্ষিতেই উনি অপরিচিত, অপ্রকৃতিস্থ লোকদের নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দল ওঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।’’