সংঘর্ষে আহত বিজেপি কর্মীদের নিয়ে মঞ্চে সায়ন্তন বসু, নিশীথ প্রামানিক। নিজস্ব চিত্র।
কোচবিহারের সিতাইয়ে বিজেপির সভা ঘিরে উত্তেজনা। ওই সভায় অংশ নিতে আসা বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের অবশ্য পাল্টা অভিযোগ, বিজেপিই তাঁদের কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে।
শনিবার সিতাই ব্লকের গোসানিমারি এলাকায় বিজেপি নেতা সায়ন্তন বসুর জনসভা ছিল। বিজেপির অভিযোগ, ওই জনসভায় অংশগ্রহণ করতে আসছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় সিতাই ব্লকের নেতাজি বাজার এলাকায় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের লোকেরা। এরপরই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সিতাই থানার বিশাল পুলিশবাহিনী। জনসভা শেষে বিজেপি জেলা নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরকে লক্ষ্য করে বোম ও গুলি ছোড়া হয় বলে অভিযোগ। তৃণমূলের কাঠগড়ায় তুলে বিজেপির জেলা সভাপতি মালতি রায় বলেন, ‘‘রাজ্যজুড়ে আজ থেকে শুরু হয়েছে ‘আর নয় অন্যায়’ কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে সিতাই বিধানসভা কেন্দ্রের অর্ন্তগত গোসানিমারি-তে সায়ন্তন বসুর জনসভা ছিল। সেই জনসভায় আসার পথে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। এ ছাড়াও একজন বিজেপি কর্মী এবং তার মেয়েকে তৃণমূলের গুন্ডা বাহিনী অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বিজেপি কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে।’’
তৃণমূল অবশ্য বিজেপির এই অভিযোগকে খারিজ করে দেয়। তাঁদের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরাই তাঁদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, ‘‘সভা শেষে সিতাই নেতাজি বাজার এলাকায় নিশীথ প্রামাণিক, সায়ন্তন বসু সহ বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায়।’’ এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেন বলেও অভিযোগ তোলেন তিনি।