অশোক ভট্টাচার্য।
এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে শিলিগুড়ি পুরসভার প্রাপ্য অর্থ না দেওয়ার নানা অভিযোগ তুলেছেন মেয়র অশোক ভট্টাচার্য। পুরভোটের আগে অশোকবাবুর সেই দাবির পাশে দাঁড়াল বিজেপি। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা শনিবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে অশোকবাবুকে সমর্থন জানিয়ে দাবি করেন, এটা ঠিকই, রাজ্য সরকার শিলিগুড়ি পুরসভাকে বরাদ্দ অর্থ দিচ্ছে না। এতে সাধারণভাবে শিলিগুড়ির মানুষের ক্ষতি হচ্ছে। সাংসদের এই অভিযোগের পর তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, কেবল কংগ্রেসই নয়, তলে তলে বিজেপির সঙ্গেও আঁতাঁত করছে সিপিএম।
এ দিন বর্ধমান রোডে চা ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দেন রাজু বিস্তা। পরে একটি সাংবাদিক বৈঠকে তিন বলেন, ‘‘অশোকবাবুর দাবি ঠিক। রাজ্য সরকার পুরসভাকে প্রাপ্য অর্থ দিচ্ছে না। তৃণমূল শিলিগুড়ির মানুষের উন্নয়ন চায় না। তবে বিজেপি ক্ষমতায় এলে এই সমস্যা মিটে যাবে।’’ এ দিনই তিনি দাবি করেন, আসন্ন শিলিগুড়ি পুরভোটে ৩০টি আসন পাবে বিজেপি।
রাজু বিস্তার কথা ‘ঠিক’ বলে দাবি করলেও তাদের সহানূভূতির প্রয়োজন নেই বলেই জানিয়েছে সিপিএম। একই সঙ্গে, বিজেপির সঙ্গে আঁতাঁতের দাবি উড়িয়ে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, ‘‘বিজেপি ভোটের আগে এ সব বলে বাজার গরম করতে চাইছে। যদি সেই দাবিই সত্যি হয়, তা হলে তো সাংসদ বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে এ ব্যাপারে চিঠি লিখতে পারতেন। তা লিখেছেন কি?’’
পুরভোটের আগে বিজেপি মেয়রের প্রশংসা শুরু করেছে বলে দাবি করে তৃণমূলের জেলা সভাপতি তথা পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, ‘‘সিপিএম-বিজেপি রাজ্যের বিরুদ্ধে একই সুরে কথা বলছে। তলে তলে বিজেপির সঙ্গেও সিপিএম আঁতাঁত করছে। তবে আমাদের তাতে কোনও অসুবিধা নেই। কারণ টাকা যে রাজ্য দেয়, তা আগেই প্রমাণিত।’’