Siliguri

নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি বিলির অভিযোগে বিক্ষোভ

পড়ুয়াদের কী ভাবে নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:১৬
Share:

বিক্ষোভে বিজেপি। নিজস্ব চিত্র

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আগে স্কুলপড়ুয়াদের নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বুধবার এর প্রতিবাদে আন্দোলনে নামে বিজেপি। এ দিন বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভ হয়। সেখানে বিজেপির জেলা সভাপতি ও বিধায়ক আনন্দময় বর্মণ, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-সহ দলীয় নেতারা ছিলেন।

Advertisement

পড়ুয়াদের কী ভাবে নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছে বিজেপি। আনন্দময় বর্মণ বলেন, ‘‘ছাত্রছাত্রীদের মাঠ ভরানোর জন্য নিয়ে আসা হয়েছিল। পড়ুয়াদের বিরিয়ানি খাওয়ানোর নামে অপমান করা হয়েছে। যে বিরিয়ানি দেওয়া হয়েছিল, তা খাওয়ার অযোগ্য ছিল।” শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “বিরিয়ানি দেওয়ার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু তার বদলে তাঁরা একে অন্যের দিকে আঙুল তুলছেন। সরকারি পয়সার অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ডেকে এনে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দিলেন। পাশাপাশি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেরও দফারফা করা হয়েছে। কবে স্টেডিয়ামের হাল ফিরবে, জানি না।’’ তিনি আরও বলেন, ‘‘শিলিগুড়ির সব স্তরের মানুষ এর বিরুদ্ধে রাস্তায় নামবেন।”

এ দিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, ‘‘এক হাজার প্যাকেট বিরিয়ানির বরাত দেওয়া হয়েছিল। তার মধ্যে ১০০ প্যাকেট বিরিয়ানি নষ্ট হয়ে যায়। সেটা সরিয়ে দেওয়া হয়।’’ মঙ্গলবার পড়ুয়াদের বিরিয়ানি বিলির দায়িত্বে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর ছিল বলে জানা গিয়েছে। মেয়র গৌতম দেব এ দিন বলেন, “অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর আয়োজনের দায়িত্বে ছিল। কিছু বিরিয়ানি গরমে নষ্ট হয়ে গিয়েছিল। পরে তা বদলে অন্য খাবার দেওয়া হয়। যাঁদের কোনও কাজ নেই, তাঁরাই এ নিয়ে রাস্তায় নামছেন। তবে রাস্তায় হাঁটলে শরীর ভাল থাকবে।” এ দিন অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্যপাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement