বিনয় তামাং।—ফাইল চিত্র।
চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাসের দাবিতে বিনয় তামাংয়ের অনশন দ্বিতীয় দিনে পড়ল। দার্জিলিং মোটরস্ট্যান্ড এলাকায় তিনি অষ্টমীর দিন থেকে অনশন শুরু করেছেন। চা বাগান মালিকেরা দাবি মতো বোনাস না-দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে বিনয় জানান। অন্য দিকে সোমবার এক প্রেস বিবৃতি দিয়ে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা বিনয়ের অনশন কর্মসূচিকে কটাক্ষ করে জানান, চা শ্রমিকদের নিয়ে রাজনীতি হচ্ছে। বিনয়ের সঙ্গী তৃণমূল সরকার, চা শ্রমিকদের সমস্যায় ফেলেছে। রাজ্যে ন্যূনতম মজুরি চালু হয়নি। চা শ্রমিকেরা অসংগঠিত শ্রমিকদের থেকেও কম হাজিরা পান। সরকারের সদিচ্ছা ছিল না বলেই পুজোর আগে বোনাসে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ১৭ অক্টোবর আবার বৈঠকের দিন ঠিক হয়েছে।