দরজা বন্ধ করে সিএএ-র ‘ক্লাস’

এনআরসি, নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মালদহ এবং দুই দিনাজপুরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল।

Advertisement

অভিজিৎ সাহা 

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০৩:২১
Share:

প্রতীকী ছবি।

সাড়ে তিন ঘণ্টার ‘ক্লাস’। ‘ক্লাস’ চলাকালীন বাইরে বের হওয়া তো দূরের কথা, চেয়ার থেকে উঠে দাঁড়ানোও নিষেধ। চেয়ারে বসে মনোযোগী পড়ুয়ার মতো ‘ক্লাস’-এর আলোচ্য বিষয়গুলি টুকতে হল খাতায়। শুক্রবার দুপুরে মালদহের টাউন হলে নতুন নাগরিকত্ব আইন নিয়ে গৌড়বঙ্গের তিন জেলার বিজেপি সভাপতি, মণ্ডল সভাপতিদের নিয়ে এমনই ভাবে ক্লাস নিলেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রের নেতারা। নতুন নাগরিকত্ব আইন নিয়ে বই দেওয়া হবে জেলা এবং ব্লকের নেতাদের। সেই বই খুঁটিয়ে পড়ার পরই জেলা এবং ব্লকের নেতাদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেন অরবিন্দ মেনন, রথীন বসুরা।

Advertisement

এনআরসি, নতুন নাগরিকত্ব আইনের বিরোধিতা করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মালদহ এবং দুই দিনাজপুরে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। এমনকি, এনআরসির বিরুদ্ধে লাগাতার প্রচার করে ইতিমধ্যে কালিয়াগঞ্জ উপ-নির্বাচনে তৃণমূল সাফল্য পেয়েছে। তারপর থেকে তিন জেলায় এনআরসি, নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আরও সুর চড়িয়ে সরব হয়েছেন তৃণমূল নেতারা। পিছিয়ে নেই বাম, কংগ্রেসও। তবে গৌড়বঙ্গে এনআরসি, নতুন নাগরিকত্ব আইনের পক্ষে প্রকাশ্যে রাস্তায় নামতে দেখা যায়নি গেরুয়া শিবিরকে।

তাই দলের নেতা-কর্মীদের রাস্তায় নামাতে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের নেতৃত্বদের নিয়ে কর্মশালা করে বিজেপির রাজ্য এবং কেন্দ্রের নেতারা। নেতৃত্বরা কর্মশালার বললেও তিন জেলার নেতাদের একাংশের দাবি, “এ দিন অরবিন্দ মেনন, মুকুল রায়, রথীন বসুরা আমাদের ক্লাসই নিলেন।” কর্মশালা শুরু হতেই মালদহ টাউন হলের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রতিটি দরজায় দাঁড়িয়ে থাকে কেন্দ্র এবং রাজ্য নেতাদের নিরাপত্তারক্ষীরা। দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে বৈঠক। বৈঠক সূত্রে জানা গিয়েছে, তিন জেলার নেতাদের ৩১ জানুয়ারির মধ্যে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর বাড়ি বাড়ি গিয়ে এনআরসি নিয়ে কিছু বলার দরকার নেই। নতুন নাগরিকত্ব আইন নিয়ে বোঝাতে হবে। কারণ এখনই এনআরসি হচ্ছে না রাজ্যে। তাই আগে নতুন নাগরিকত্ব আইন নিয়ে মানুষকে বোঝাতে হবে।

Advertisement

প্রতিটি নেতাকে নতুন নাগরিকত্ব আইন নিয়ে একটি করে বই দেওয়া হবে। সেই বই পড়ার নির্দেশ দেন কেন্দ্রের নেতারা। একই সঙ্গে তিন জেলাতেই পাঠানো হচ্ছে লিফলেট। প্রায় সাত লক্ষ লিফলেট তিন জেলার জন্য পাঠানো হয়েছে। সেই লিফলেট গুলি মানুষের মধ্যে বিলি করতে হবে। বিজেপির এক ব্লক নেতা বলেন, “আমাদের মতো ব্লকের নেতাদের বুথের নেতৃত্বদের নিয়ে বৈঠক করতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন ক্লাসে আমাদের যা শেখানো হয়েছে, সেই বার্তাগুলি বুথের নেতৃত্বদের বোঝানো হবে। যাতে তাঁরাও মানুষের কাছে গিয়ে প্রচার করতে পারে।” মালদহের বিজেপির সভাপতি গোবিন্দ মণ্ডল বলেন, “লিফলেট, বই আমরা বিলি করার কাজ শুরু করব। এরজন্য কমিটি গঠন করা হয়েছে। ১৩ জানুয়ারির পরই আমরা রাস্তায় নামব।” বিজেপি নেতা মুকুল রায় বলেন, “সিএএ নিয়ে আমাদের কর্মশালা হয়েছে। সেখানে নেতাদের বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement