show cause letter

দলের সুরই গঙ্গার সুর

আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগ দেওয়ার পরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীদের একাংশ।

Advertisement

পার্থ চক্রবর্তী

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০৫:৩০
Share:

আলিপুরদুয়ারে দলীয় কার্যালয়ে গঙ্গাপ্রসাদ শর্মা। নিজস্ব চিত্র।

শুধু সুর নরমই নয়। নিজের অবস্থান থেকে কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ালেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। বৃহস্পতিবার জেলায় দলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে বৈঠকের পরে গঙ্গাপ্রসাদ জানিয়ে দিলেন, ইতিমধ্যেই যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন বা আগামী দিনে আসবেন, তাঁদের মিষ্টিমুখ করিয়ে দলের কাজে লাগানো হবে। কিন্তু নিজের ইচ্ছায়, না কি দলের শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে গঙ্গাপ্রসাদের আচমকা এই ভোলবদল, তা নিয়ে আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরের অন্দরে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

Advertisement

গত মঙ্গলবার গঙ্গাপ্রসাদকে শো-কজ় করেন বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্ব। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সাত দিন সময় থাকলেও, শুক্রবার রাজ্য শীর্ষ নেতৃত্ব শো-কজ়ের উত্তর দেবেন দলের আলিপুরদুয়ার জেলা সভাপতি। তার আগে বৃহস্পতিবার বিকেলে বিজেপির জেলা পার্টি অফিসে দলের নেতাদের নিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন গঙ্গাপ্রসাদ। সেখানেই দলের নেতাদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “আগামী দিনে কেন্দ্র বা রাজ্য নেতৃত্ব কাউকে দলে নিলে আমাদের সকলকে তা মেনে নিতে হবে। আমরা তাঁদের মিষ্টিমুখ করিয়ে দলের কাজে লাগাব।”

যদিও বিজেপির জেলা শীর্ষ নেতৃত্বের দাবি, এ দিনের বৈঠকে গঙ্গাপ্রসাদের শো-কজ় নিয়ে কোনও আলোচনা হয়নি।

Advertisement

বিজেপি নেতাদের একাংশের কথায়, ‘‘দলের শীর্ষ নেতৃত্ব শো-কজ় করার পরে নিজের অবস্থান বদলানো ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না গঙ্গাপ্রসাদের।’’ তাদের ব্যাখ্যা, জেলা বিজেপি সভাপতির কাছে দুটো পথ খোলা ছিল। এক, দলের কেন্দ্রীয় ও রাজ্য শীর্ষ নেতৃত্বের সব সিদ্ধান্ত মেনে নেওয়া। দুই, সেই সিদ্ধান্ত না মানলে দল ছেড়ে দেওয়া। কিন্তু সঙ্ঘ থেকে উঠে আসা গঙ্গাপ্রসাদের পক্ষে বিজেপি বাদ দিয়ে অন্য কোনও দলের হয়ে রাজনীতি করাও কঠিন। আর তাই নিজের অবস্থান বদল করতে বাধ্য হলেন তিনি।

গঙ্গাপ্রসাদ অবশ্য বলেন, “অবস্থান বদলের কোনও প্রশ্ন নেই। আমি আমাদের কর্মীদের মনের কিছু কথা বলে ফেলেছিলাম। কিন্তু মাথায় রাখতে হবে, আমি বিজেপির বিশ্বস্ত এক জন কর্মী। সেজন্য আগেও দলের শীর্ষ নেতৃত্বের সমস্ত নির্দেশ মেনেছি, আগামী দিনেও মানব।”

আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে বিজেপিতে যোগ দেওয়ার পরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীদের একাংশ। দশরথকে দলে নেওয়ার প্রতিবাদে মুখ খোলেন জেলা নেতাদের একাংশও। এর পর মঙ্গলবার আচমকাই শো-কজ় করা হয় গঙ্গাপ্রসাদকে। ওই দিন সন্ধ্যাতেই ‘রাজ্য বিজেপি’র উদ্দেশ্যে গঙ্গাপ্রসাদ ফেসবুকে লেখেন- “উচিত উত্তর পাবেন।” কিন্তু সেই পোস্ট তুলে নিয়ে এ দিন বিরোধীদের আক্রমণ করে গঙ্গাপ্রসাদ লিখেছেন- “বেশি উৎসাহিত হবেন না। আমার পরিবার, বিজেপি পরিবার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement