জানুয়ারিতে শ্যুটিং শুরু ‘অ্যাম্বু্ল্যান্স দাদা’ করিমুলের বায়োপিকের

দিনের পর দিন বিনা পয়সায় অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে মিলেছে পদ্মশ্রী সম্মান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৮:০৫
Share:

সোনু সুদের সঙ্গে করিমুল। নিজস্ব চিত্র।

জানুয়ারি মাসে শুরু হচ্ছে পদ্মশ্রী করিমুল হকের বায়োপিকের শ্যুটিং। তাই খুশিতে ভাসছে গোটা গ্রাম। বায়োপিক তৈরি হওয়ায় আপ্লুত করিমুল নিজেও।

Advertisement

প্রত্যন্ত গ্ৰামে থাকার কারণে হাসপাতালে সময় মতো নিয়ে যেতে পারেননি মাকে। এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছিল মায়ের। তখনই প্রতিজ্ঞা করেছিলেন, গ্ৰামের আর কাউকেই যেন এই সমস্যায় পড়তে না হয়। তাই নিজে বাইক কিনে বানিয়েছিলেন অ্যাম্বুল্যান্স। গ্ৰামের সন্তানসম্ভবা মা থেকে মুমুর্ষু রোগী— হাসপাতাল যাওয়ার প্রয়োজন হলেই ডাক পড়ত করিমুলের। ক্রমেই এলাকায় তাঁর নাম হয়ে দাঁড়ায় ‘অ্যাম্বুল্যান্স দাদা’।

‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুলের বাড়ি জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত অঞ্চল রাজাডাঙ্গাতে। দিনের পর দিন বিনা পয়সায় অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে মিলেছে পদ্মশ্রী সম্মান। দেশ বিদেশের বহু মানুষ তাঁকে দেখতে এসেছেন এবং এখনও আসেন। সেই পদ্মশ্রী করিমুল হকের বায়োপিক তৈরি করা হবে। ২ বছর ধরে বায়োপিকের বিষয়ে শোনা গেলেও গত শুক্রবার মুম্বইয়ের প্রযোজক করিম মোরানির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে করিমুল হকের। ছবির পরিচালনা করবেন বিনয় মুদগিল। বায়োপিকে করিমুলের ভূমিকায় কে অভিনয় করছেন, তা এখনও জানা যায়নি। তবে বলিউড বাদশা শাহরুখ খান এবং অভিনেতা সোনু সুদের নাম শোনা যাচ্ছে।

Advertisement

'অ্যাম্বুল্যান্স দাদা'র বায়োপিক হচ্ছে শুনে পরিবারের সদস্যদের পাশাপাশি খুশি ডুয়ার্সবাসীও। এ ব্যাপারে করিমুল হক বলেছেন, ‘‘আমি খুবই খুশি। আমার কাজের উপর ভিত্তি করে একটি ছবি তৈরি হতে যাচ্ছে। আমার গ্রামবাসী ও পরিবারের লোকজনও খুশি। পরিচালক, প্রযোজক এবং অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করেছি। এই ছবির মধ্যে দিয়ে মানুষের মধ্যে যাতে একটি ভাল বার্তা যায়, আমি সেটাই চাই। মানুষ যাতে মানুষের পাশে বিপদে এগিয়ে আসে, সেটাই আমার ইচ্ছে।’’ জানুয়ারি পেঙ্গুইন প্রকাশনা থেকে তাঁর জীবনী নিয়ে একটি বই প্রকাশিত হবে বলেও এ দিন জানিয়েছেন করিমুল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement