Bimal Gurung

গুরুংই ‘গুরু’ পাহাড়ে, মানলেন বিনয়, রাজনৈতিক সদিচ্ছা নেই, তোপ বিজেপি-কে

গুরুংয়ের সঙ্গে বুধবার বৈঠকের পরই ডুয়ার্সে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করতে আসরে নেমে পড়েছেন একদা তাঁর শিষ্য বিনয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৯:৫৬
Share:

বিমল গুরুং ও বিনয় তামাং। — ফাইল চিত্র

বছর চারেক আগের ছবি কি ফিরে এল পাহাড়ে? বুধবার বিমল গুরুং এবং বিনয় তামাংয়ের সাক্ষাতের পর থেকে পাহাড়ে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে। ২৪ ঘণ্টা আগে বিমলের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন বিনয়ও। তাঁর মতে, পাহাড়ে এখন গোর্খা জনমুক্তি মোর্চা একটাই। যার নেতা গুরুং। দু’জনে হাতে হাত মিলিয়ে কাজ করার বার্তাও দিয়েছেন বিনয়। একই সঙ্গে কয়েকটি নতুন রাজ্য তৈরির প্রসঙ্গ টেনে তিনি বিঁধেছেন বিজেপি-কে।

Advertisement

বুধবার গুরুংয়ের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিনয় বলেন, ‘‘গতকাল বিমলজির সঙ্গে আমার দেখা হয়েছিল। আমাদের মধ্যে ৪০ থেকে ৫০ মিনিট কথা হয়েছিল। আমরা দার্জিলিং, তরাই এবং ডুয়ার্সের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমাদের মঞ্চ আলাদা হতে পারে। তবে একসঙ্গে কাজ করব।’’ ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডের মতো কয়েকটি নতুন রাজ্য তৈরির প্রসঙ্গ টেনে বিনয় বিঁধেছেন বিজেপি-কে। তাঁর মন্তব্য, ‘‘বিজেপি-র সদিচ্ছা নেই। ত্রিপাক্ষিক বৈঠক সময় নষ্ট করার জন্য।’’ এর পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গেই হাত মিলিয়ে কাজ করার বার্তাও দিয়েছেন বিনয়।

গুরুংয়ের সঙ্গে বুধবার বৈঠকের পরই ডুয়ার্সে কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করতে আসরে নেমে পড়েছেন একদা তাঁর শিষ্য বিনয়। বৃহস্পতিবার মেটেলিতে একটি বেসরকারি হোটেলে অনুগামীদের নিয়ে বৈঠক করেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, গুরুংয়ের সঙ্গে বৈঠকের পর, অনুগামীদের রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিতেই এই বৈঠক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement