—নিজস্ব চিত্র।
এ বার লাইনচ্যুত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ইঞ্জিন। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনটিকে শিলিগুড়ি জংশনের ডিজেল শেডে নিয়ে আসার সময় ওই দুর্ঘটনা ঘটে।
গত ১৩ জানুয়ারি নিউ ময়নাগুড়ি ও নিউ দোহমনি স্টেশনের মাঝামাঝি লাইনচ্যুত হয়ে বড় দুর্ঘটনার কবলে পড়ে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ওই ঘটনায় মৃত্যু হয় ৯ জন যাত্রীর। গুরুতর আহত হন কম পক্ষে ৪০ জন। প্রাথমিক তদন্তের পর ওই ট্রেনের ইঞ্জিনটিকে নিয়ে আসা হচ্ছিল জংশনের ডিজেল শেডে।
সেই সময় শেডের আগেই ঘটে এই বিপত্তি। এবারও মোটর কাজ করা বন্ধ হওয়ায় চাকা আটকে এই ঘটনা ঘটল বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ওই লাইনে ট্রেন চলাচল। ঘুর পথে চালানো হয় সিকিম-মহানন্দা এক্সপ্রেস।
প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় ইঞ্জিন্টিকে নিয়ে যাওয়া হয় ডিজেল লোকো শেডে। কেন আবার একই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর রেল দফতর সূত্রে।