ভারতীয় কিষাণ সংঘের ডেপুটেশন। নিজস্ব চিত্র।
গ্রামে গ্রামে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করে সরকার নির্ধারিত মূল্যে ধান কেনার ব্যবস্থা করতে হবে— এই দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল কৃষকদের একটি সংগঠন ‘ভারতীয় কিষাণ সঙ্ঘ’।
সঙ্ঘের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক জয়ন্ত বর্মনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার জেলাশাসকের দফতরে যায়। তাঁদের অভিযোগ, এ বছর সরকার যেখানে কুইন্টাল প্রতি ধানের দাম ১৮৬৮ টাকা নির্ধারণ করেছে সেখানে খোলা বাজারে কৃষকদের ১২০০ টাকা প্রতি কুইন্টালে বিক্রি করতে হচ্ছে।
স্মারকলিপি দিতে গিয়ে জয়ন্ত দাবি করেন, গ্রাম থেকে কিষাণ মান্ডিগুলি ১০-১২ কিলোমিটার দূরে অবস্থিত। ধান নিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। বাধ্য হয়ে তাঁরা খোলাবাজারে কম দামে ধান বিক্রি করে দিচ্ছেন। আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
তাঁদের দাবি, কৃষকরা যাতে তাঁদের বাড়ি থেকে ১ কিলোমিটারের মধ্যে সরকার নির্ধারিত দামেই ধান বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। তার জন্য ধান ক্রয় কেন্দ্রগুলির সঠিক বিন্যাসের দাবিও রাখা হয় জেলাশাসকের কাছে।