বন্‌ধের পিচে ব্যাট ধরলেন অশোক, উত্তরের রাস্তায় ব্যাটে-বলে লড়াই

দলের কর্মীদের সঙ্গে তিনি ক্রিকেট খেললেন শিলিগুড়ির হিলকার্ট রোডে। বন্‌ধের দিনে ব্যাট হাতে যথেষ্ট সাবলীল এই বাম নেতা।

ব্যাট হাতে অশোক ভট্টাচার্য। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৫:৩৩
Share:
Advertisement

কৃষি আইনের বিরোধিতায় সারা ভারতে পালিত হচ্ছে বন্‌ধ। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় বন্‌ধ সফল করতে রাস্তায় নেমেছে বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা। কোথাও রেল অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা। তো কোথাও রাস্তা উপর পোড়াচ্ছেন টায়ার থেকে কুশপুতুল। এই আবহেই একটু অন্যরকম চিত্র ধরা পড়ল শিলিগুড়িতে।

বন্‌ধের সমর্থনে শিলিগুড়ি শহরে সকাল থেকে রাস্তায় নেমেছিল সিপিএম সমর্থকরা। শিলিগুড়ির মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকেও সকাল থেকেই দেখা গিয়েছে রাস্তায়। তবে বন্‌ধের মধ্যে একটু অন্যরকম মেজাজে দেখা গেল তাঁকে। দলের কর্মীদের সঙ্গে তিনি ক্রিকেট খেললেন শিলিগুড়ির হিলকার্ট রোডে। বন্‌ধের দিনে ব্যাট হাতে যথেষ্ট সাবলীল এই বাম নেতা।

Advertisement

শুধু অশোক ভট্টাচার্যই নন। অনেকেই বন্‌ধে ফাঁকা রাস্তার সুযোগে ক্রিকেট খেলেছেন চুটিয়ে। আজকের বন্‌ধে ভালই সাড়া পড়েছে শিলিগুড়িতে। সেখানকার অধিকাংশ দোকানপাটই সকাল থেকে বন্ধ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement