Bengal

শিয়রে ভোট, উত্তরবঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক

পশ্চিমবঙ্গে আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে আসেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:৪৮
Share:

জলপাইগুড়িতে আরিজ আফতাব। নিজস্ব চিত্র।

ভোট যত এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। সমান্তরাল ভাবে প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনেও। বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৫ জেলার আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। আগামী ১৫ জানুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলেও জানান তিনি।

Advertisement

পশ্চিমবঙ্গে আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে বৃহস্পতিবার জলপাইগুড়িতে আসেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি‌র জেলাশাসকের দফতরে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ পর্যালোচনা বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসক-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকেরা। চার ঘণ্টা ধরে চলে ওই বৈঠক।

বৈঠক শেষে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বলেন, ‘‘এখন ভোটার তালিকার গ্রীষ্মকালীন সংশোধনের কাজ চলছে। আমরা আজ উত্তরবঙ্গের ৫ জেলার জেলাশাসকদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং সচিত্র ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বৈঠক করলাম।’’ আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলেও জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement