গলায় বঁটি ধরে গয়না টাকা লুঠ

চিৎকার করলে গলা কেটে দেবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপর তার হাত বেঁধে সোনার কানের দুল খুলে নেয় দুষ্কৃতীরা। পাশাপাশি আলমারি ভেঙে নগদ বেশ কয়েক হাজার টাকা ও জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৪:১৮
Share:

প্রতীকী ছবি।

যুবতীর গলায় বঁটি ধরে কানের দুল হার ছিনতাই ও অন্য সামগ্রী চুরি করে পালালো দুষ্কৃতীরা। সোমবার ভোরে বালুরঘাট থানা থেকে ছিল ছোড়া দূরত্বে শিবতলি এলাকার ঘটনা। পুজোর মুখে শহরে দুঃসাহসিক ওই চুরির ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

ওই বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারিকর্মী স্বপন সরকার জানান, এ দিন ভোরে দুষ্কৃতীরা রান্না ঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকেছিল। শব্দ পেয়ে স্বপনবাবুর মেয়ে পৌলোমী আলো জ্বালিয়ে দেখতে যান। সে সময় দুষ্কৃতীরা আনাজ কাটার বঁটি নিয়ে পৌলোমীদেবীর গলায় ধরেন বলে অভিযোগ।

চিৎকার করলে গলা কেটে দেবে বলে হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপর তার হাত বেঁধে সোনার কানের দুল খুলে নেয় দুষ্কৃতীরা। পাশাপাশি আলমারি ভেঙে নগদ বেশ কয়েক হাজার টাকা ও জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।

Advertisement

এ দিন পৌলোমী জানান ঘটনাটি ঘটে ঠিক সাড়ে চারটে নাগাদ। কেউ ঢুকেছে ভেবে ঘরের আলো জ্বালান। তিনি বলেন, ‘‘কিছু বুঝে ওঠার আগেই দেখেন গামছায় মুখ বাঁধা একজন আমার গলায় বটি ধরেছে। চিৎকার করলে গলা কেটে দেওয়া হবে বলেই তার সোনার কানের দুল খুলে দিতে বলা হয়। এরপর হাত বেঁধে আলমারিতে রাখা নগদ টাকাও নিয়ে নেয় দুষ্কৃতীরা।’’ একটু সুযোগ পেতেই পৌলমী চিৎকার শুরু করেন। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। পাশেই বালুরঘাট থানা। তারপরেও কী করে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে গলায় বঁটি ধরে চুরি করার সাহস পায়, তা ভেবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের নজরদারির দাবি উঠেছে।

বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত জানান, ‘‘ঘটনাস্থল থেকে একটি শাবল অন্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement