রামেন্দু ঘোষ। নিজস্ব চিত্র।
কো-মর্বিডিটির কারণে মৃত্যু হল উত্তরবঙ্গের বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবী রামেন্দু ঘোষের। শনিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে চিকিৎসা করতেন রামেন্দু। পরিবার সূত্রে খবর, করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য রামেন্দুকে কলকাতায় নিয়ে আসা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। করোনা পরীক্ষা করা হলে রামেন্দুর রিপোর্ট নেগেটিভ আসে বলে দাবি পরিবারের। কিন্তু এর পরই তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। ফলে শারীরিক অবস্থার অবনতি হয়। শনিবার রাতেই হাসপাতালে মৃত্যু হয় চিকিৎসকের।
জেলা হাসপাতালে দন্ত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবী সংস্থার সঙ্গে জড়িত ছিলেন রামেন্দু। কলকাতায় ডাক্তারি পড়তে পড়তেই চিকিৎসক হিসেবে তাঁর বেশ নামডাক হয়েছিল। জানা গিয়েছে, এক বার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোতি বসুর দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এলে রামেন্দু ঘোষ তাঁর চিকিৎসা করে সুস্থ করে তোলেন। রামেন্দু ঘোষের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বালুরঘাট।