West Bengal By Election 2024

সিতাইয়ে শেষ বেলার প্রচারে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান, রোড শো করলেন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে

বুধবার সিতাইয়ে উপনির্বাচন। সোমবার ছিল প্রচারের শেষ দিন। বিকেলে মাদারিহাট থেকে সরাসরি কোচবিহারে পৌঁছন তৃণমূল সাংসদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সিতাই শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২১:৫৯
Share:

বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। —ফাইল চিত্র।

শেষ বেলায় কোচবিহারের সিতাইয়ে প্রচারে গেলে বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সিতাইয়ে সঙ্গীতা রায়কে প্রার্থী করেছে তৃণমূল। সোমবার তাঁর সমর্থনে রোড শো করেন পাঠান।

Advertisement

বুধবার সিতাইয়ে উপনির্বাচন। সোমবার ছিল প্রচারের শেষ দিন। বিকেলে মাদারিহাট থেকে সরাসরি কোচবিহারে পৌঁছন তৃণমূল সাংসদ। এর পরেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের প্রচারে রোড শো করেন তিনি। তবে ইউসুফ কোনও সভা করেননি।

অন্য দিকে, শেষ বেলায় বিজেপির পক্ষ শেষ বেলার প্রচারে সেরকম কোন নেতা-মন্ত্রী না আসলেও প্রার্থী দীপক রায় সিতাইয়ের পেটলায় নির্বাচনী সভা করেন বিজেপি প্রার্থী দীপক রায়। পায়ে হেঁটেও প্রচার সারেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় দলের এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূলের হেরে যাওয়ার ভয় রয়েছে বলেই শেষ বেলায় ইউসুফকে প্রচারে আনতে হয়েছে। যদিও শেষ হাসি বিজেপিই হাসবে বলে দাবি দীপকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement