উদ্ধার হওয়া সদ্যোজাত হাসপাতালে। নিজস্ব চিত্র
রাস্তার পাশে খড়ের গাদা থেকে উদ্ধার হল সদ্যোজাত শিশুকন্যা। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুরের ইসলামপুরে স্থানীয় এক মহিলা খড়ের গাদায় শিশুর কান্না শুনে ছুটে যান। কিছু ক্ষণ আগেই শিশুটির জন্ম হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকেরা। মহিলার চিৎকার শুনে পড়শিরা ছুটে আসেন। শিশুটিকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে চাঁচল সুপার স্পেশ্যালিটিতে স্থানান্তরিত করানো হয়। কন্যাসম্তান বলেই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেন, ‘‘শিশুটিকে কে বা কারা ফেলে গিয়েছে তার খোঁজ চলছে। তদন্ত শুরু হয়েছে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় খড়ের গাদায় শিশুটির কান্না শুনতে পান সালেমা বিবি। তড়িঘড়ি শিশুটিকে তুলে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হতেই হইচই পড়ে যায়। সালেমা বলেন, ‘‘মেয়ে হওয়াতেই ওকে জন্মের পরে এ ভাবে কেউ ফেলে দিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এমন কেউ করতে পারে ভাবতেই পারছি না।’’
হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিএমওএইচ অমলকৃষ্ণ মণ্ডল বলেন, ‘‘চাঁচলে শিশুদের বিশেষ ওয়ার্ড থাকায় তাকে সেখানে পাঠানো হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে।’’