মঙ্গলবার শিলিগুড়িতে বামেদের মিছিল। ছবি: বিশ্বরূপ বসাক।
নারদ নিউজের ‘স্টিং অপারেশন’-এর প্রসঙ্গকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি তুলে শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করলেন বাম নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে রাজ্যের বিভিন্ন অর্থলগ্নি সংস্থার হাতে প্রতারিতদের নিয়ে মিছিলের ডাক দেয় নর্থবেঙ্গল চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্টদের সংগঠন। বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি বার হয়ে হিলকার্ট রোড হয়ে হাকিমপাড়ার সিবিআই দফতরের সামনে শেষ হয়। মিছিলে যোগ দিয়ে অশোকবাবু অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তোলার পাশাপাশি নারদ নিউজের ঘুষ কাণ্ডের ঘটনা নিয়েও সরব হন। মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল সাংসদ, মন্ত্রী, বিধায়কদের পদত্যাগ দাবি করেন শিলিগুড়ির বামপ্রার্থী অশোকবাবু।
তিনি বলেন, ‘‘উনি তো সততার প্রতীক। এক সময় একই বিষয়ের জন্য রেলমন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলেন। এখন ক্ষমতা আঁকড়ে কেন! যা আমরা দেখছি, তা তো হিমচূড়ার শৈল। গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। মেয়র থেকে পুরমন্ত্রী কে নেই। আরও তাবড় নেতারাও সামনে আসবে। এর উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন! আমারা সেই দাবি তুলেছি।’’
অশোকবাবু দাবি করেন, ‘‘বড় বড় কথা বলে আর ওঁর লাভ নেই। বিন্দুমাত্র লজ্জা থাকলে এখনই মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়কদের পদত্যাদ করা উচিত। অবশ্য ওঁরা তা করবেন না। মানুষই ওঁদের বিদায় সুনিশ্চিত করবে।’’
এ দিন মিছিলের আগে দুপুরে প্রায় ঘন্টাখানেক হিলকার্ট রোড, বিবেকানন্দ মিনি মার্কেট, ক্ষুদিরামপল্লি, বিধানরোড, এসি মার্কেট এলাকায় দোকানে, বাড়িতে ঘুরে ঘুরে প্রচার সারেন অশোকবাবু। দোকানদার, বাসিন্দা, পথচারীদের সঙ্গে কথা বলে বুঝে শুনে ভোট দেওয়ার আবেদন জানাতে থাকেন। কয়েকটি হোটেলের সামনে গিয়েও মালিক, কর্মীদের তাঁকে ভোট দেওয়ার আবেদন জানান। এলাকার বহু ব্যবসায়ীর দোকান ওই সমস্ত এলাকায় হলেও বাড়ি শহরের অন্য প্রান্তে। বিষয়টি অশোকবাবুর জানা থাকায়, তাঁদের বাড়ি, এলাকায় যাওয়ার কথাও বলতে থাকেন। ভোট নিয়ে পরিবারের লোকজনকে ভাল করে বোঝানোর অনুরোধও করেন তিনি।
দলীয় সূত্রের খবর, গত সোমবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক অবধি নন্দীগ্রাম দিবস উপলক্ষে মিছিল করেন। তাতে হিলকার্ট রোডের বেশিরভাগ অংশে একটি লেনের দুই পাশে বাসিন্দা ও ব্যবসায়ীদের ভিড় ছিল। মোবাইলে তৃণমূল নেত্রীর ছবি তোলার হিড়িক পড়েছিলেন, বাসিন্দাদের মধ্যে। এদিন সকালে হিলকার্ট রোডের একাংশের বিভিন্ন এলাকায় প্রচারে নেমে পড়েন অশোকবাবু। তার আগে হিলকার্ট রোড লাগোয়া কাছারি রোডের পাশে বাগরাকোট এলাকাতেও মিছিল করে প্রচার সারেন। পরে অর্থলগ্নি সংস্থার মিছিলটি নিয়েও হিলকার্ট রোডে ঘোরেন।
সেখানে অশোকবাবু বলেন, ‘‘আমাদের জোটকে নিয়ে নানা কথা বলা হচ্ছে। ২০১১ সালে তো উনিই রামধুন জোট করেছিলেন। সেই সঙ্গীরা এখন কেউ ওঁর পাশে নেই। আসলে তৃণমূলটা চোর, দুষ্কৃতী, প্রতারকদের দলে পরিণত হয়েছে। তাই সবাই একে একে ওঁকে ছেড়েছেন। তাঁরাই এখন ওঁকে সরাতে আমাদের পাশে আসছেন। আমরা মানুষের জোট নিয়ে এগোচ্ছি।’’
শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রচার নিয়ে অশোকবাবু বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীকে পদযাত্রা, সভা নয়, শিলিগুড়ির পাড়ায় পাড়ায়, বুথে বুথে প্রচার করতে বলছি। এর আগেও তো উনি অনেকবার ভোটের প্রচারে এসেছেন। ফল কী হয়েছে তা দেখেছেন। উনি আসলে তৃণমূলের দায়ে পরিণত হয়েছে। যেখানে উনি যাবেন, তৃণমূল সেখানে হারবে।’’