এ বার কলেজে নিয়োগের ব্যাপারেও নাক গলানোর অভিযোগ উঠল টিএমসিপির বিরুদ্ধে। তাঁদের বিক্ষোভের জেরে শুক্রবার বাতিল হয়ে গেল বীরপাড়া কলেজের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা। তবে টিএমসিপির দাবি, কল না পাওয়া প্রার্থীরাই বিক্ষোভ দেখিয়েছে।
শুক্রবার মোট তিনটি শূন্যপদে নিয়োগের জন্য চূড়ান্ত পর্বের পরীক্ষা হওয়ার কথা ছিল বীরপাড়া কলেজে। কিন্তু সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা পরীক্ষা নিতে এসে দেখেন কলেজের গেটে তালা। ফলে কলেজে ঢুকতে পারেননি তাঁরা। অভিযোগ, এরপরেই পরীক্ষা বাতিলের দাবিতে তাঁদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। দাবি ছিল ছাত্র সংসদকে অন্ধকারে রেখে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া চলবে না। কলেজের ছাত্র সংসদ টিএমসিপির দখলে।
বীরপাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামসুন্দর প্রধান জানান, শুক্র ও শনিবার করণিক ও চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্য চূড়ান্ত পর্বের পরীক্ষা ছিল। কিন্তু, কলেজে এসে দেখেন গেটে তালা মেরে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। তিনি বলেন, ‘‘আমাকে ও অন্য শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তারা। কলেজে ঢুকতে না পেরে পরিচালন কমিটিকে জানাই। পরে পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করে পরীক্ষা বাতিল করা হয়। কলেজে নিয়োগ কোনওভাবে কী ছাত্র সংসদের এক্তিয়ারে পড়ে?’’
টিএমসিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সংগঠনের ব্লক সভাপতি কুণাল বিশ্বাস। তিনি বলেন, ‘‘যে সমস্ত চাকরি প্রার্থী কল লেটার পাননি, তাঁরাই বিক্ষোভ দেখিয়েছেন। কলেজে নিয়োগের ব্যাপারে ছাত্র সংসদ কখনই মাথা গলাতে পারে না।’’ সকাল দশটা থেকে শুরু হওয়া বিক্ষোভের জেরে এ দিন কলেজে কোনও ক্লাস হয়নি। কর্মপ্রার্থীরাও সারাদিন অপেক্ষা করে শেষ পযর্ন্ত ফিরে যায়।