Sana Khan

বছর ঘুরতেই ফের সুখবর! দ্বিতীয় সন্তান আসছে সানা খান ও মুফতি আনাসের কোলে

২০২০ সালে সানার হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সকলকে অবাক করেছিল। সমাজমাধ্যমে পোস্ট করে সানা লিখেছিলেন, “মানবসেবায় আত্মনিবেদন করতে চললাম। সৃষ্টিকর্তার এমনই নির্দেশ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৯:২২
Share:

দ্বিতীয় বার মা হচ্ছেন সানা খান। ছবি: সংগৃহীত।

ফের মা হচ্ছেন সানা খান। ধর্মের জন্য ছেড়েছিলেন অভিনয়। রুপোলি জগৎ থেকে চিরকালের মতো বিদায় নিয়েছেন। ধর্মপ্রচারক মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে সংসারে মন দিয়েছেন তিনি। গত বছর জুলাই মাসে তাঁদের কোলে আসে প্রথম সন্তান। সম্প্রতি আবার সমাজমাধ্যমে সুখবর দিলেন প্রাক্তন অভিনেত্রী।

Advertisement

প্রথম সন্তানের নাম রাখা হয় সৈয়দ তারিক জামিল। সমাজমাধ্যমে পোস্ট করে তাই সানা লিখলেন, “সৈয়দ তারিক জামিল বড়দা হওয়ার জন্য উত্তেজিত।” এ ছাড়া সানার পোস্ট জুড়ে রয়েছে ঈশ্বরের প্রতি প্রার্থনা। তাঁর পরিবারকে নিয়ে প্রার্থনা করেছেন প্রাক্তন অভিনেত্রী। সানা তাঁর পোস্টে লেখেন, “ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। আমরা যেন শুধু সংখ্যার দিক থেকেই সমৃদ্ধ না হই, আমাদের মূল্যবোধও যেন বাড়তে থাকে। আমাদের প্রার্থনা গ্রহণ করুন।”

২০২০ সালে সানার হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সকলকে অবাক করেছিল। সমাজমাধ্যমে পোস্ট করে সানা লিখেছিলেন, “মানবসেবায় আত্মনিবেদন করতে চললাম। সৃষ্টিকর্তার এমনই নির্দেশ।” সেই বছরেই মুফতি আনাস সৈয়দকে বিয়ে করেন সানা। স্বামী, সংসার আর ধর্ম— এই নিয়েই এখন ব্যস্ত তিনি। বলিউডের কেরিয়ারের দিকে ফিরেও তাকাতে চান না সানা।

Advertisement

২০২৩-এ প্রথম সন্তানের জন্মের পরে কটাক্ষের মুখে পড়েছিলেন সানা। পুত্রের নামের সঙ্গে মিল পাওয়া যায় পাকিস্তানের ধর্মপ্রচারক মৌলানা তারিক জামিলের। এর জেরেই সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সে সব কথায় কান দিতে নারাজ সানা। বলেছিলেন, ‘‘এই নামটি আসলে মানুষের উপর দারুণ প্রভাব ফেলে। তাই আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম বেছে নিয়েছি, যা ধর্মপরায়ণতা, সহনশীলতা এবং সততার প্রতীক।’’

সানা ‘বিগ বস্’ অনুষ্ঠানে গিয়ে পরিচিতি পেয়েছিলেন। এ ছড়াও ‘টয়লেট এক প্রেম কথা’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সানা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement