Molestation

Arrest: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, প্রৌঢ়কে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হল বিন্নাগুড়িতে

অভিযোগ, ধীরেন বর্মণ নামে বছর বাহান্নর এক প্রৌঢ় বিন্নাগুড়ির এক নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই নাবালিকার মা দিনমজুর হিসাবে কাজ করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১২:০৮
Share:

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে মারধর। —নিজস্ব চিত্র।

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। সোমবার এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিন্নাগুড়িতে। অভিযুক্ত ওই প্রৌঢ়কে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অভিযোগ, ধীরেন বর্মণ নামে বছর বাহান্নর এক প্রৌঢ় বিন্নাগুড়ির এক নাবালিকার শ্লীলতাহানি করেন। ওই নাবালিকার মা দিনমজুর হিসাবে কাজ করেন। তাঁর বক্তব্য, ‘‘আজ আমি কাজ পাইনি। তাই দুপুরে বাড়ি ফিরে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করি। এর পর দরজা খুলে দেখি, ধীরেন বাড়ি থেকে পালাচ্ছে। আমি পিছু ধাওয়া করলে সে আবার আমার ঘরে আসে। বলতে থাকে, ‘কিছু হয়নি।’ আমার মেয়ে জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে শ্লীলতাহানি করেছে। আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। ওর কঠোর শাস্তি চাইছি।’’

Advertisement

স্থানীয় বাসিন্দারা ধীরেনকে মারধর করেন। এর পর তাঁকে পুলিশের হাতে তুলে দেন। আমবাড়ি ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement