Jalpaiguri

ফের ডুয়ার্সের গ্রামে হাতির হানা, নষ্ট হল প্রচুর ফসল

সুপারি ও কলা বাগানে ঢুকে পড়ে হাতিটি। প্রচুর গাছ নষ্ট করে দিয়েছে। পাশের আলু ক্ষেতে নেমে পড়ে সে। সেখানেও প্রচুর ফসল নষ্ট করেছে। স্থানীয়দের অনেক চেষ্টায় শেষ পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৬:২৭
Share:

ফাইল চিত্র।

ফের হাতির হানা ডুয়ার্সে। তছনছ করে দিয়ে গেল সুপারি, কলা বাগান। শনিবার রাতে জলপাইগুড়িতে মেটেলি ব্লকের এক গ্রামে হানা দেয় একটি বুনো হাতি। ঘণ্টা খানেকের চেষ্টায় সেটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়। হাতি তাড়াতে গিয়ে এক ব্যক্তি তার সামনে পড়ে যান। কোনও রকমে প্রাণে বাঁচেন তিনি।

Advertisement

শনিবার রাতে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি ঢুকে পড়ে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা ভবেশ্বর পাড়া এলাকায়। সেখানে হরিদাস রায়, উপেন রায়, দীপু রায়, দিলীপ রায় নামে কয়েক ব্যক্তির সুপারি ও কলা বাগানে ঢুকে পড়ে হাতিটি। প্রচুর গাছ নষ্ট করে দিয়েছে। পাশের আলু ক্ষেতে নেমে পড়ে সে। সেখানেও প্রচুর ফসল নষ্ট করেছে। স্থানীয়দের অনেক চেষ্টায় শেষ পর্যন্ত হাতিটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়। হাতি তাড়াতে গিয়ে দিলীপ রায় হাতির মুখে পড়ে গিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দা উপেন রায় বলেন, “হাতির হানায় আমরা আতঙ্কিত। মাঝে মধ্যেই গ্রামে ঢুকে পড়ছে হাতি। সফল নষ্ট করছে, ঘর বাড়ি ভাঙছে।” বন দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছেন স্থানীয়রা। জলপাইগুড়ির বন দফতরের এক আধিকারিক সীমা চৌধুরী বলেন, “প্রতিটি জঙ্গলেই হাতির সংখ্যা বেড়েছে। হাতির হামলায় ক্ষতিগ্রস্তরা নির্দিষ্ট ফর্মে আবেদন করলেই সরকারি নিয়ম মেনে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ক্ষেত্রেও যাঁদের ফসল নষ্ট হয়েছে তাঁরা আবদেন করলেই ক্ষতিপূরণ পাবেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement