সাতসকালে পাড়া দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল। শুক্রবার সকালে একটি দাঁতাল হাতি জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ে কার্শিয়াঙে। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর অবশ্য বনকর্মীরা পরিস্থিতি আয়ত্তে আনেন।
শুক্রবার সকালে কার্শিয়াংয়ের দুধিয়াবাজারে এলাকায় একটি বিশাল দাঁতাল হাতিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। বেলা বাড়তেই হাতি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে ফেরার রাস্তা খুঁজে না পেয়ে হাতিটি দিকভ্রান্ত হয়ে পড়ে। তার জেরে এলাকায় ছোটাছুটি করতে থাকে হাতিটি। অনেকের দিকে তেড়েও যায় দাঁতালটি। হাতি ঢুকে পড়ার খবর পেয়ে দুধিয়াবাজার এলাকায় উপস্থিত হন কার্শিয়াঙের বনকর্মীরা। কিছু ক্ষণের চেষ্টায় তঁরা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠান।
মনে করা হচ্ছে, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে হাতিটি বেরিয়ে পড়েছিল। হাতিটি জঙ্গলে ফের যাওয়ার পর স্বস্তিতে দুধিয়াবাজারের বাসিন্দারাও।