Elephant Death

ফের হাতির অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ডুয়ার্সে

বনকর্মীদের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে হাতিটি। যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৬:৩২
Share:

মৃত হাতি দেখতে ভিড় গ্রামবাসীদের। নিজস্ব চিত্র।

ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হল ডুয়ার্সে। জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া বিটের অন্তর্গত মোগলকাটা রাভা বস্তিতে পরিণত বয়স্ক হাতিটির দেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় গ্রামবাসীরা হাতির দেহ দেখতে পান। তাঁরাই খবর দেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এবং মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বনদফতের কর্মীরা। কী ভাবে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে বনকর্মীদের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে হাতিটি। যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তাঁরা। এলাকাবাসীরা জানিয়েছেন, প্রায়শই খাবারের খোঁজে ওই এলাকায় ঢুকে পড়ে হাতির দল। মনে করা হচ্ছে, ধান খাওয়ার জন্যই হাতিটি ওই এলাকায় এসেছিল।

মাসখানেক আগে মোরাঘাট রেঞ্জের গাঁড়কুটা এলাকাতেও একটি হাতির দেহ উদ্ধার হয়েছিল। সে বার বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছিল। বারবার এ ভাবে হাতির মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement