দলছুট হস্তিশাবককে উদ্ধার করা হল ভারত-নেপাল সীমান্ত থেকে। বুধবার সকালে বাচ্চা ওই হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন বন দফতরে। হস্তিশাবকটিকে উদ্ধার করেছেন বনকর্মীরা।
বুধবার সকাল হতেই একটি দলছুট হস্তিশাবককে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মেচি নদীর ধারে ঘোরাঘুরি করছিল ওই শাবকটি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দফতরকে। ঘটনাস্থলে পৌঁছন বন বিভাগের কর্মীরা। তবে হস্তিশাবকটিকে বাগে আনতে তাঁদেরও নাকানিচোবানি খেতে হয়। হস্তিশাবক স্বভাবে চঞ্চল। তাই সেটাকে জালবন্দি করতে বেশ বেগ পেয়ে হয় বন কর্মীদের। হস্তিশাবকটি জালবন্দি না হওয়ার চেষ্টা চালাতে থাকে। শেষ পর্যন্ত সফল হন বনকর্মীরা।
অবশেষে হস্তিশাবকটিকে জালবন্দি করে ট্রাক্টরে চড়িয়ে বাগডোগরা বিট অফিসে নিয়ে আসা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হস্তিশাবকটি কিছুটা অসুস্থ। তার চিকিৎসা চলছে।