COVID 19

মৃতদেহ নিয়ে আসা অ্যাম্বুল্যান্স চালক পিপিই কিট পরে! সৎকার নিয়ে তুলকালাম ধূপগুড়িতে

মঙ্গলবার সকালে সকালে ধূপগুড়ি পুর মহাশ্মশানে অ্যাম্বুল্যান্সে এক বৃদ্ধার মৃতদেহ নিয়ে আসা হয়। এর পর অ্যাম্বুল্যান্স চালক পি পি ই কিট পরে সেই মৃতদেহ বার করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ২৯ জুন ২০২১ ২৩:০৫
Share:

নিজস্ব চিত্র

বৃদ্ধার মৃতদেহ সৎকারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ধূপগুড়ি শহরে। প্রয়াত তরু দত্ত করোনা আক্রান্ত, এই সন্দেহে সৎকারের সময় বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল।

Advertisement

মঙ্গলবার সকালে ধূপগুড়ি পুর মহাশ্মশানে অ্যাম্বুল্যান্সে ওই বৃদ্ধার মৃতদেহ নিয়ে আসা হয়। এর পর অ্যাম্বুল্যান্স চালক পিপিই কিট পরে সেই মৃতদেহ বার করেন। তাতেই এলাকাবাসীর সন্দেহ হয়, বৃদ্ধার করোনায় মৃত্যু হয়েছে। পরিস্থিতি দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষ। বিক্ষোভকারী বাসিন্দারা বলেন, চালক পিপিই পরে এসেছিলেন এবং শ্মশানের যিনি মৃতদেহ সৎকারের কাজ করেন, তিনিও বলেছেন যে এই ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। তারপরেই বিক্ষোভ শুরু হয়। এরপর ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার থানার পুলিশ।

মৃতের পরিবারের দাবি, পক্ষাঘাতগ্রস্ত হয়েছিলেন বৃদ্ধা। আজ তাঁর মৃত্যু হয়। মেয়ে আরতি রক্ষিত বলেন, ‘‘মা প্রায় ন’বছর ধরে অসুস্থ। আজ সকালে তাঁর মৃত্যু হয়। এলাকার লোকজন করোনা আক্রান্ত ভেবে মৃতদেহ সৎকারে বাধা দেয়, হেনস্থা করে।’’

Advertisement

ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে রাজেশ কুমার সিংহ বলেন, ‘‘ওই মহিলা করোনা আক্রান্ত ছিলেন না। বাড়িতেই মৃত্যু হয়। তাই নিয়ম অনুযায়ী ধূপগুড়িতে সৎকার করা হয়, পুলিশি পাহারায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement