প্রতীকী ছবি
মুখ্যমন্ত্রীর সফরের মধ্যেই খুলে গেল কার্শিয়াঙের অম্বুটিয়া চা বাগান। বুধবার বাগান খোলার পরেই শ্রমিকেরা কাজে যোগ দেন। ১৫ অক্টোবর কাজ বন্ধের নোটিস দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল এই বাগান। তাতে বিপাকে পড়েছিল অন্তত ১২০০ শ্রমিক পরিবার।
বেশ কিছুদিন ধরেই বোনাস সংক্রান্ত নানা দাবিতে আন্দোলন করছিলেন বাগান শ্রমিকেরা। মালিকপক্ষের দাবি, গেট মিটিংয়ের পরে শ্রমিকদের অনেকেই কাজ করছিলেন না। সেই কারণে কাঁচা পাতা তোলা, সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বাগান চালাতে সমস্যা হচ্ছিল বলে জানিয়েছে মালিকপক্ষ।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় কার্শিয়াং পৌঁছন। বুধবার প্রশাসনিক বৈঠক করেন। এরমধ্যে মঙ্গলবার বন্ধ বাগানের সমস্যা নিয়ে শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে সহকারি শ্রম আধিকারিকের উপস্থিতিতে বৈঠক হয়। উপস্থিত ছিলেন মালিকপক্ষ ও শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সেখানেই ঠিক হয়েছে বুধবার বাগান খুলে যাবে। বৈঠকে ঠিক হয়েছে ২৫ অক্টোবরের মধ্যে ১২ শতাংশ বোনাস দিয়ে দেবেন কর্তৃপক্ষ। বাকি বোনাস কবে মিলবে তা শ্রম দফতরের সঙ্গে বৈঠকে ঠিক হবে। মিটিয়ে দেওয়া হবে বকেয়া বেতনও।
শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, ২৩ সেপ্টেম্বর থেকে বকেয়া বেতন ২, ১১ এবং ১৬ নভেম্বরে কয়েক ধাপে দেওয়া হবে। তারপর থেকে নিয়মিত বেতন মিলবে। তবে ১-৪ অক্টোবর এবং ১৫-২২ অক্টোবর কাজ না-হওয়ায় সে সময়ের বেতন মিলবে না। শ্রমিকেরা তা মেনে নিয়েছেন।
দার্জিলিং তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি প্রণম রসাইল বলেন, ‘‘১২ শতাংশ বোনাস সময়সীমার মধ্যে দিয়ে দেওয়া হবে। বাগানে কোনও সমস্যা হলে শ্রমিক, মালিকপক্ষ ও শ্রম দফতর ত্রিপাক্ষিক বৈঠক করে মেটাবে।’’