নির্মীয়মাণ অফিস ভাঙার অভিযোগ। নিজস্ব চিত্র।
বিজেপির ডাকা ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের বিরোধিতা করতে গিয়ে দিনহাটায় বিজেপির এক নির্মীয়মাণ কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে ১২ ঘণ্টার বন্ধ ডাকে বিজেপি। মঙ্গলবার সকাল থেকেই বনধের সমর্থনে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নামেন। পাল্টা বিজেপির ওই নির্মীয়মাণ অফিস ভাঙা হয় বলে অভিযোগ।
কার্যালয় ভাঙা প্রসঙ্গে বিজেপির অভিযোগ, বনধের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস দিনহাটায় বিজেপির নির্মীয়মাণ কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর করা হয়। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুদেব কর্মকারের অভিযোগ, দিনহাটার বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে জয়দীপ ঘোষ এবং তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।
থানায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অপরদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেতা তথা দিনহাটা পৌরসভার কোঅর্ডিনেটর অসীম নন্দী বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবে যুক্ত নয়। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ তা নেবে। বর্তমানে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে ব্যস্ত। এই সমস্ত বিষয় নিয়ে ভাববার সময় নেই।